Dr. Aminul Islam

Published:
2022-01-04 03:08:07 BdST

বিএসএমএমইউর অতিরিক্ত পরিচালক, সহকারী প্রক্টর,উপ-পরিচালক হলেন যারা


 


বিএসএমএমইউ মিডিয়া সেল
________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথকে অত্র বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল), কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. বশির আহমেদ জয়কে সহকারী প্রক্টর, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুনকে ভারপ্রাপ্ত উপ-পরিচালক (এস্টেট), অর্থোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিনকে রেজিস্ট্রার অফিসের ভারপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. বেলাল হোসেন সরকারকে ভারপ্রাপ্ত উপ-পরিচালক (হাসপাতাল) হিসেবে নিয়োগ ও দায়িত্ব প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যার আজ ৩ জানুয়ারি ২০২১ইং তারিখে তাঁর কার্যালয়ে এসংক্রান্ত নিয়োগপত্র সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।

 

ডাক্তার প্রতিদিন ডেস্ক জানায়, বিএসএমএমইউর নতুন  অতিরিক্ত পরিচালক,
সহকারী প্রক্টর,উপ-পরিচালককে অভিনন্দন জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন। তিনি আশাবাদ প্রকাশ করেন, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মতৎপরতায় বিএসএমএমইউ বহুমুখী সেবা আরও গতিময় হবে। 

আপনার মতামত দিন:


মন জানে এর জনপ্রিয়