Ameen Qudir

Published:
2017-02-02 14:36:31 BdST

গুলতেকিন খানের যুদ্ধ


 

 

লেখক ও গুলতেকিন খান

 

 


মেজর ডা. খোশরোজ সামাদ


_________________________

 

গুলতেকিন খান ।
সেই কৈশোরেই ভালবেসে লেখক হুমায়ুন আহমেদকে বিয়ে করে হয়ে যান গুলতেকিন আহমেদ ।

হুমায়ুন তখন সদ্য পাশ করা সহায় সম্বলহীন তরুণ ।ঊচ্চতর পড়শুনার জন্য হুমায়ুন পাড়ি জমান মার্কিন মুল্লুকে ।সাথী হন গুলতেকিন ।শুরু হয় গুলতেকিনের যুদ্ধ ।


ধনাঢ্য পিত্রালয় ছেড়ে হুমায়ূনের হেঁসেল টানতে থাকেন ।।জীবিকার প্রয়োজনে বেবী সিটিং করেন ।যখন এক এক করে শীলা ,নোভা ,বিপাশা ,নুহাশ তাঁর কোলকে আলোকিত করছিল তখন হুমায়ুন একেবারে সরে যান গুলতেকিনের জীবন থেকে ।

গুলতেকিন আহমেদ একরাশ বেদনা নিয়ে ফিরে যান পিত্রপ্রদত্ত নাম গুলতেকিন খান -এ ।তারপরের গল্প সবার জানা ।

২.

দীর্ঘদিন পর গুলতেকিন ঘুরে দাঁড়িয়েছেন ।

খ্যাতিমান শিক্ষাবিদ প্রিন্সিপাল ইব্রাহীম খাঁয়ের পৌত্রী গুলতেকিন ইংরেজী সাহিত্যের অসমাপ্ত পড়াশুনা লম্বা ব্রেক অব স্টাডি সত্ত্বেও সদ্য সমাপ্ত করেছেন।

জীবনের বাস্তবতায় শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছেন ।গতবছর বইমেলায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ '' আজো,কেউ হাঁটে অবিরাম '' প্রকাশিত হয় ।নুতন বইয়ের ঘ্রাণ নিয়ে আমি তাঁর সাথে ক্যামেরা বন্দী হই ।


প্রিয় গুলতেকিন খান ,আপনি অবিরাম হেঁটে যান ।এই পৃথিবীর পথে পথে কাঁটা বিছানো থাকলেও আপনার মেধা ,সাধনা আর লাখো মানুষের ভালবাসায় গন্তব্যে আপনার পৌঁছানো এক অনিবার্য সত্য ।

_________________________________
লেখক
মেজর ডা. খোশরোজ সামাদ
ওয়েস্টার্ন সাহারায় কর্মরত।

আপনার মতামত দিন:


মন জানে এর জনপ্রিয়