Ameen Qudir
Published:2017-02-12 01:13:38 BdST
২৫ বছর পর এক ফ্রেমে সেলফিতে আমির ও শাহরুখ
ডাক্তার প্রতিদিন
_____________________________
‘২৫ বছর ধরে আমরা একে অপরকে জানি। কিন্তু একসঙ্গে এটি আমাদের প্রথম ছবি’— একটি ফটো পোস্ট করে টুইটারে এমনটি বললেন বলিউড সম্রাট শাহরুখ খান।
সেলফির অন্যজনটি হলেন বলিউডের জীবন্ত কিংবদন্তি চিরকালের সেকান্দর আমির খান।
দীর্ঘ অাড়াই দশক ধরে বলিউড ছবির দুই অপ্রতিদ্বন্ধীর মধ্যে ছিলো না মুখ দেখাদেখি। সম্প্রতি একটি পার্টিতে কাছাকাছি এলেন দুই তারকা।
তুললেন সেলফি। আমির-শাহরুখের এই সেলফি তাই এখন রীতিমত ভাইরাল।
এখন নয়া আশাবাদ। একই রিলে কি দেখা যাবে বলিউড সম্রাট শাহরুখ ও বলিউড সেকান্দার আমিরকে।
আপনার মতামত দিন: