Dr. Aminul Islam

Published:
2020-10-26 01:16:19 BdST

আপনার শিশুটি যেন ৭টি বিষয় না শেখে


 



ডা. সুলতানা আলগিন

সহযোগী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ এবং

কনসালট্যান্ট ,ওসিডি ক্লিনিক ও জেরিয়াট্রিক ক্লিনিক,

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
_______________________________



১. শিশুটি যেন কাউকে ছোট করতে না শেখে। যদি শেখে, ধরে নেবেন, সে হীনমনা হয়ে বেড়ে উঠছে।

২. শিশুটি যেন কোন ধর্ম বর্ণ গোত্র সম্প্রদায়কে  ঘৃণা করতে না শেখে। কোন ধর্ম বড়, কোনটি ছোট, এমন ঘৃণ্য ধারণা নিয়ে বড় না হয়। যদি শেখে, জেনে নেবেন , সে ক্রমশ: একটি জঙ্গীমন নিয়ে বেড়ে উঠছে। তার মন নিয়ন্ত্রিত হবে ঘৃণা বিদ্বেষ হিংসা ও পরশ্রীকাতরতা দ্বারা ।

৩. শিশুটি যেন কাউকে অনুকরণ করতে না শেখে। যদি শেখে, তাহলে সে তার নিজ পরিচয় গড়ে তুলতে কঠিন চ্যালেঞ্জে পড়বে।

৪. পুরুষ শিশুটি যেন নারী শিশু তার চেয়ে হেয়, দুর্বল , কমজোর : এমন শিক্ষা না পায়। তাহলে সে নারী সম্পর্কে ক্রমশ বিদ্বেষী আক্রমক ও হীন হয়ে বেড়ে উঠবে।

৫. নারী শিশুটি যেন সে পুরুষ শিশুর তুলনায় তথাকথিত " হেয়, দুর্বল , কমজোর" : এমন শিক্ষা না পায়। তাহলে মানসিক নানা সমস্যায় জর্জরিত হবে।


৬. শিশুটি যেন প্রশ্ন করতে দ্বিধাগ্রস্ত হতে না শেখে। যদি প্রশ্ন করতে না শেখে , তাহলে তার বুদ্ধি বিকাশ হবে না। সে অপরিনত থেকে যাবে।

৭. শিশুটি বিজ্ঞান,জগত বিদ্যা, জ্ঞানকে তাচ্ছিল্য করতে না শেখে। যদি তাচ্ছিল্য করে, তার আর শিক্ষিত হওয়া হবে না।

আপনার মতামত দিন:


মন জানে এর জনপ্রিয়