Ameen Qudir

Published:
2017-01-16 18:42:53 BdST

স্বামী বা স্ত্রীর সাবেক প্রেমিক প্রেমিকার চেয়েও যে জিনিসটা জানা বেশী জরুরী


 

 

ডা. নাসিমুন নাহার

___________________________________

হাজবেন্ড/ওয়াইফ অথবা প্রেমিক/প্রেমিকার কয়টা এক্স ছিল,দেখতে কেমন ছিল, একাডেমিক/অর্থনৈতিক যোগ্যতা কেমন ছিল,তারা এখন কোথায় আছে, কি করছে, ফিজিক্যালি তারা কতটা ইনভলভড ছিল,কত বছরের সম্পর্ক ছিল-- এসব জানা কি খুব বেশি জরুরি ?

 

আমার অতি সামান্য নিতান্তই ক্ষুদ্র মস্তিষ্ক তো বলে বরং এটা জানা জরুরি ---- এক্সরা মানসিক ভাবে কতখানি নির্ভরশীল ছিল ? তার কোন রেশ কি বর্তমানেও থেকে গেছে কি না ?

আশেপাশের সবাইকে দেখি শরীরের শুদ্ধতা; এই জিনিস যে কি তা আজও বুঝে উঠতে পারলুম না !

ভার্জিনিটি লসকে নিশ্চয়ই শরীরের শুদ্ধতা হরণ বলা যায় না।ভার্জিনিটি লস হয় বলেই একজন মেয়ে মা হবার পরম সৌভাগ্য অর্জন করে।আর এভাবেই যুগে যুগে পৃথিবীতে মানব জাতি আধিপত্য বিস্তার করে টিকে আছে।


আরো ইন্টারেষ্টিং ব্যাপার হচ্ছে--শারীরিক সম্পর্ক হলেই যে একমাত্র hymen rupture হবে এটা অবধারিত সত্য নয়।আর ছেলেরা বাঁচিয়া গিয়াছে এইসব লস টসের দায় থেকে !! এটা কি ঠিক বলুন ? একটা physical relationship তো আর মেয়েটা একা একা করে ফেলতে পারে না;

সাথে সুস্থ অসুস্থ যেমনই হোক একটা ছেলে মানুষ তো চাই ই, তাই না ! (ব্যতিক্রম কেসের কথা বাদ )
তারপরও শরীরের শুদ্ধতা বিশুদ্ধতা নিয়ে চিল্লাচিল্লি হৈচৈ করতে দেখি কিন্তু মনের loyalty নিয়ে কারো কোন ভাবনা নেই !
How funny না !!

জীবনে থাকতে হলে সব সময়ে বর্তমানে বাঁচতে হয়, অতীত হবে শিক্ষক আর ভবিষ্যত হবে সাফল্য উদযাপনের উপলক্ষ--- আমার তাই বিশ্বাস, যদিও জানি আমি কেউ না।

তবু এই পদ্ধতিতে যাপিত জীবন সত্যিই অনেক সহজ হয়।আর এ পৃথিবীতে কে না চায় একটা সহজ জীবন কাটাতে ?

বর্তমানে যে মানুষটি আমার সাথে আছে আমি তাকে সম্পূর্ণ নিজের করে পাচ্ছি এবং নিজেকে তার কাছে সম্পূর্ণটা দিচ্ছি কিনা এটাই হওয়া উচিত একটা সম্পর্কের মূল ভিত্তি।

ইচ্ছামতো প্রবলভাবে ভালোবাস দুজন দুজনকে, যেন পুরো পৃথিবী জেলাস হয়ে যায়। .

অতীত নিয়ে জাবর কেটে রোজ রোজ ঝগড়া অশান্তি করে শুধু শুধু সময়ের অপচয় আর সম্পর্কের অবনতি ঘটানোর আসলেই কোন লজিক কিন্তু নেই।

ভালো থাকুক সম্পর্কগুলো এবং
অবশ্যই সম্পর্কে থাকা মানুষগুলো।

__________________________________

লেখক ডা. নাসিমুন নাহার ।দেশের অতি জনপ্রিয় কলাম লেখক।

আপনার মতামত দিন:


মন জানে এর জনপ্রিয়