Ameen Qudir

Published:
2017-01-06 19:49:08 BdST

'কি ব্যাপার বাচ্চা নিবা কবে ?' রসিকতা যখন কাটা ঘায়ে নুন


 

 

ডা. মোশাররাত জাহান কণা
____________________________


বিবাহিত মেয়েদের দেখলে আর কোন কথা পাই বা না পাই এক গাল হেসে আমরা বলে উঠি , "কি ব্যাপার খালা হব কবে?"

আপনার বা আমার কাছে বিষয়টি নিছক রসিকতা , কিন্তু যে মেয়েটা গত ৫ বছর ধরে পলিসিস্টিক ওভারীর ট্রিটমেন্ট নিচ্ছে , শ্বশুরবাড়ীর কথার খোঁচায় জর্জরিত হচ্ছে , তার কাছে এই নির্মম রসিকতা কাঁটা ঘায়ে নুনের ছিটার মত ।
যেই মেয়েকে দেখলে আমরা বলে ফেলি " বিয়ে করবা কবে? বয়স তো কম হল না ! "


আপনি বা আমি হয়তো কখনো ই জানবো না বাবা না থাকার অপরাধে তার আজকাল বিয়ের প্রস্তাব ই আসে না । কিংবা আস্ত একটি বাড়ি না থাকার কারনে প্রতি সপ্তাহে বিয়ের প্রস্তাব ফিরে যায় ।


ছেলেটা এখনো বাপের হোটেলে খায় বলে সমালোচনাকারী আমরা কখনো জানার চেষ্টা করিনা , ক্ষমতাবান মামা চাচার অভাবে প্রতিনিয়ত তার ইন্টারভিউ রিজেক্ট হওয়ার গল্প।
বিয়ে করবা কবে , বাচ্চা নিবা কবে এই ধরনের একান্ত ব্যক্তিগত প্রশ্ন করার আগে , ব্যক্তিগত সম্পর্কের বাউন্ডারী টাও বুঝে নেয়া দরকার ।



আমাদের অযাচিত কৌতূহল আরেক জনের বিরক্তির উদ্রেক করতে পারে কিংবা মানসিক অশান্তির কারন হতে পারে , দয়া করে এটা আমরা একটু মাথায় রাখি!
আমাদের নির্বোধ প্রশ্নবাণ আরেক জনের চোখের পানির কারন না হোক!

N:B উপরের প্রতিটা চরিত্র একেবারেই বাস্তব । তিনজন ই আমার ব্যক্তিগত ভাবে পরিচিত ।
And they are dealing with severe depression ।
________________________________

লেখক ডা. মোশাররাত জাহান কণা । সুলেখক।

আপনার মতামত দিন:


মন জানে এর জনপ্রিয়