Ameen Qudir
Published:2020-01-08 00:40:46 BdST
সিনিয়র সিটিজেনদের ডিপ্রেশন ডিমেনশিয়া: তফাৎ বুঝে করো চিকিৎসা
ডা. সুলতানা এলগিন
সহযোগী অধ্যাপক
মনোরোগ বিদ্যা বিভাগ এবং কনসালটেন্ট,
ও সি ডি ক্লিনিক, বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সম্পাদক, ডাক্তার প্রতিদিন.কম
_____________________
সিনিয়র সিটিজেনদের মানসিকরোগের সঠিক চিকিৎসা না নিলে কি হতে পারে :
কর্মক্ষমতা অকালে কমে যায়
অকারণে হাসপাতালে ভর্তির আশংকা বেড়ে যায় ।
সিনিয়র সিটিজেন এবং আপনার পরিবারের দুর্ভোগ বাড়তে থাকে অথচ পূর্ণসুস্থতার সুযোগ কমতে থাকে।
কাদের সহায়তা / এগিয়ে আসা প্রয়োজন ?
প্রবীণ পরিবার সদস্য অনেকসময় তার সমস্যাগুলো বুঝতে পারেন না বা বুঝিয়ে বলার ক্ষমতা ধীরে ধীরে কমে আসে । তাদের মতামত বা সমস্যা শোনার জন্য কাছেপিঠের লোকজন পর্যাপ্ত সময় দিতে পারেন না । তখন একমাত্র আপনিই আপনার নিকটজনের সমস্যা, লক্ষণ গুলো দ্রুত চিহ্নিত করতে পারেন ।
মানসিকরোগ বিশেষজ্ঞের সুপরামর্শ আপনাদের অহেতুক কষ্টভোগের হাত থেকে রেহাই দিতে পারে । মানসিকরোগ বিশেষজ্ঞ আপনার আত্মীয়ের অন্যান্য শারীরিক রোগের ওষুধের সাথে যাতে কোন রকম ক্রিয়া প্রতিক্রিয়া না হয় তেমন ওষুধই দিবেন । আর এক্ষেত্রে ওষুধের ডোজও বেশ কম লাগে। তখন শারীরিক রোগগুলো সহজেই নিয়ন্ত্রণে আসে। আপনার সচেতনতা আর প্রয়োজনে সঠিক চিকিৎসা গ্রহণ দিতে পারে সুস্থ ¯স্বাভাবিক জীবন।
ডা. সুলতানা এলগিন----------------------
আপনার মতামত দিন: