Ameen Qudir

Published:
2017-03-13 01:36:33 BdST

"তোমার বাসায় যে পুরুষ মানুষ নাই , কোন সমস্যা হয় না তোমার?"


 

 

ডা. নাসিমুন নাহার
____________________________

একজন টিপিক্যাল বাঙালি মহিলা বেড়াতে এসেছেন আমার বাসায়।এমনিতেই প্রবল অনাগ্রহ পোষণ করি এই জাতীয় মহিলাদের প্রতি আমি। মূল কারণ-- তাদের আমাকে নিয়ে অদ্ভুত মাত্রাহীন অযৌক্তিক অভদ্র কৌতুহল।

কিছুতেই আমার একা থাকা আসলে হবে 'একা কিন্তু মাথা উঁচু করে' থাকাটাকে সহজভাবে নিতে পারেন না তারা।আমার স্বাধীন কিন্তু একই সাথে শালীন (!!!!) পোশাক,ভদ্রোচিত (!!!) চলাফেরা, ধর্মীয় অনুভূতি সম্পন্ন হওয়া, আব্বু আম্মু এবং পরিবারের সাথে এটাচমেন্ট
এবং সর্বোপরি গুপুন কুনু "পুরুষ মানুষ"(!!) :-P আশেপাশে খুঁজে না পাওয়াটা তাদের ঠিক হজম হয় না।

এরা আমার গর্ভনেসকে একা পেলেই জিজ্ঞেস করে -- তোমার ম্যাডাম ফোনে কেমন কথা বলে ?! /তোমাদের বাসায় কে কে আসে? !/
তোমার ম্যাডাম চেম্বার শেষে প্রতিদিনই কি বিকেলেই বাসায় ফিরে আসে ?! /
সন্ধ্যার পরে কখনও কোথাও যায় না ?!
ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি !

-------- হাঁটুর কতটা নীচে বুদ্ধি থাকলে একজন মেয়ে আরেকজন মেয়ের ব্যাপারে এসব জিনিস জানতে চাইতে পারে ? আমি হাসি আর গর্ভনেসকে বলি --- বলতে দাও।শুনবা তারপর বলবা--- ম্যাডাম কে জিজ্ঞেস করেন।উনি সব প্রশ্নের সুন্দর সুন্দর উত্তর দিবেন। কিন্তু আফসোস আমাকে সামনাসামনি এ জাতীয় প্রশ্ন করার Guts তাদের এখনও হলো না ।

তো যা বলছিলাম, বেড়াতে আসা মহিলা আমাকে হঠাৎ জিজ্ঞেস করলেন --কিছু মনে কর না একটা কথা জিজ্ঞেস করি (আন্টির মেয়ে আমার ইয়ার মেট) তোমার বাসায় যে পুরুষ মানুষ নাই , কোন সমস্যা হয় না তোমার?

নিষ্ঠুর খ্রাপ পচু :- আমি ওনাকে বললাম--- আন্টি চলুন আমার দখিনা বারান্দায় তারপর বলছি।

মহিলা অত্যন্ত লোভীর মতো চকচকে চোখে আমার পেছন পেছন এলেন আমার বারান্দায়।

আমি বললাম --- হুম খুব সমস্যা হয় তো একজন শক্ত সমর্থ পুরুষ মানুষ বাসায় না থাকায় :-P ।

এইবার মহিলা তো মসলাদার গসিপের টপিক পেয়েই যাচ্ছে এমনভাবে চুকচুক করতে করতে বললেন--- কেন, কেন বল তো ?

আমি উদাস হয়ে বললাম --- এই যে দেখেন না আমার হাইট কম বলে বারান্দায় কাপড় নাড়ার রশিটা কত নীচু করে লুজ করে টানিয়েছি। একজন শক্তিশালী পুরুষ বাসায় থাকলে নিশ্চয়ই অনেক উঁচুতে টাইট করে রশিটা বেঁধে দিতে পারত,কাপড় নাড়তে কত সুবিধা হতো, তাই না বলুন :-P ?

মহিলার মুখটা এবার সত্যিই দেখার মতো হলো।

Yessss yes yes
I did it literally.
I love my Sense of Humor.
I love The Way I'm.

__________________________

নাসিমুন নাহার । পেশায় চিকিৎসক।

আপনার মতামত দিন:


মন জানে এর জনপ্রিয়