Dr. SAYEED ENAM

Published:
2020-12-03 13:11:18 BdST

বেড়ানো বা ভ্রমণে সি.ডি.সি, আমেরিকার সতর্কবার্তাডা. সাঈদ এনাম
_______________________

শীত মৌসুম বেড়ানোর জন্যে বেশ ভালো সময়। এ সময় অনেকেই বন্ধুবান্ধব নিয়ে বেড়ান আত্মীয়ের বাসায় বাসার।

তবে এই করোনায় আপনার সৌখিন বেড়ানো বা ধন্যবাদ বিনিময় যাতে আপনার নিজের জন্যে অথবা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়ের জন্যে করোনা সংক্রমন হয়ে ক্ষতির কারন না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

পারতপক্ষে এই করোনা প্যান্ডেমিক পিকনিক, ভ্রমন, বাড়ি বাড়ি ঘুরাঘুরি এড়িয়ে চলুন। আর যদি যেতেই হয় সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল, ইউ এস এর নিম্নলিখিত গাইড লাইন অবশ্যই অনুসরণ করুন।

নিজে সুস্থ নিরাপদ থাকুন, অন্যকে সুস্থ ও নিরাপদ রাখুন।

ডা. সাঈদ এনাম
সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি

আপনার মতামত দিন:


ভ্রমণ এর জনপ্রিয়