DESK
Published:2024-10-27 10:51:56 BdST
উবার এ্যাপে মরুজাহাজ উট মেলে যেখানে
ডেস্ক
________________
দুবাইয়ের মরুভূমিতে ঘুরতে গেলে পর্যটকেরা উবারে উট ডাকতে পারবেন। তবে সেটি করতে হবে একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে। মূলত সেই সংস্থার সঙ্গে চুক্তির ভিত্তিতেই ওই বিশেষ পরিষেবা দিচ্ছে উবার। একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, দুবাইয়ের মরুভূমিতে উট ডাকতে হলে প্রথমে ওই বেড়ানোর সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের মাধ্যমেই উবারে উট তলব করতে পারবেন পর্যটকেরা।
আপনার মতামত দিন: