Ameen Qudir

Published:
2016-12-24 23:43:45 BdST

সাগর কন্যা কুয়াকাটায় ডাক্তারদের থাকার জায়গা


ডা. শিরিন সাবিহা তন্বী
_____________________________


সুখবরটা না দিয়ে পারছি না। কুয়াকাটাতে প্রথম বারের মত চিকিৎসকদের জন্য গঠিত হয়েছে থাকার জায়গা ডরমেটরি! থাকা যাবে সূর্যোদয় ও সূর্যাস্তের পূন্য তীর্থ কুয়াকাটায়।

 


পটুয়াখালী বিএমএ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছিল আমার!
সারাদেশে বিএমএ নিয়ে যখন চিকিৎসকদের অনেক অভাব অভিযোগ - আমার মনে হয়েছে তারা একটু হলে আলাদা।তাদের অনুপ্রেরণা আর গতিশীলতা আমাকে অবাক করেছে।
সময়ের অভাবে সেদিন যাওয়া হয়নি।কিন্তু সুখবর পেয়ে এসেছিলাম খুব শীঘ্রই সমুদ্র পাড়ে উদ্ধোধন হবে বিএমএ ভবন। কুয়াকাটাতে প্রথম বারের মত চিকিৎসকদের জন্য গঠিত হয়েছে এই ডরমেটরি!
আমাদের জন্য এই সুসজ্জিত আবাসস্থলটি গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন পটুয়াখালীর বিএমএ নেতৃবৃন্দ।

 

____________________________

লেখক
ডা. শিরিন সাবিহা তন্বী । জনপ্রিয় কলামিস্ট। কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


ভ্রমণ এর জনপ্রিয়