Saha Suravi

Published:
2024-12-24 12:24:00 BdST

৪ ঘন্টার যাত্রায় ঢাকা খুলনা জুড়ে গেল ট্রেনে: ভাড়া একদম নাগালে



ডেস্ক
_____________________

যোগাযোগের নতুন মাইল ফলক পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে ট্রেন যাত্রা শুরু হল। ৪ ঘন্টার যাত্রায় ঢাকা খুলনা জুড়ে গেল ট্রেনে। জাহানাবাদ এক্সপ্রেস মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় । শিডিউল অনুযায়ী সকাল পৌনে ১০টায় ট্রেনটি ঢাকা পৌঁছায়। এই ট্রেনে আসনসংখ্যা ৭৬৮টি এবং বগি রয়েছে ১২টি। ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

খুলনা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার আশিক আহমেদ জানান, ঢাকা-খুলনা রুটে শোভন চেয়ার ভাড়া (ভ্যাট ছাড়া) ৪৪৫ টাকা, স্নিগ্ধা ভাড়া ৭৪০ টাকা, এসি আসন ভাড়া ৮৮৫ টাকা এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ১ হাজার ৩৩০ টাকা।


এরপর বেলা পৌনে ১১টায় ট্রেনটি “রূপসী বাংলা এক্সপ্রেস” নামে বেনাপোলের উদ্দেশে ঢাকা ছাড়ে। যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় ট্রেনটি বেনাপোলে পৌঁছাবে। “রূপসী বাংলা এক্সপ্রেস” বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এরপর ট্রেনটি “জাহানাবাদ এক্সপ্রেস” নাম নিয়ে ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ঢাকা-খুলনা রুটে তিনটি ট্রেন চলাচল করে। এর মধ্যে দুটি আন্তনগর “সুন্দরবন এক্সপ্রেস” ও “চিত্রা এক্সপ্রেস”। আর একটি “নকশিকাঁথা” কমিউটার ট্রেন চলাচল করে। নতুন করে যুক্ত হচ্ছে “জাহানাবাদ এক্সপ্রেস”। এর মধ্যে “সুন্দরবন এক্সপ্রেস” ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া হয়ে খুলনায় যাচ্ছে। এতে প্রায় ৮ ঘণ্টার বেশি সময় লাগছে। অন্যদিকে “চিত্রা এক্সপ্রেস” বঙ্গবন্ধু যমুনা সেতু হয়েই চলাচল করছে। এই ট্রেনের সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা। এর বাইরে “বেনাপোল এক্সপ্রেস” ঢাকা থেকে রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে যশোরের বেনাপোলে যায়। এতে সময় লাগছে সাড়ে ৭ ঘণ্টা। এছাড়া ঢাকা-খুলনা রুটে কমিউটার “নকশিকাঁথা” ট্রেন চলাচল করছে। এটি খুলনা থেকে রাত ১১টায় ছেড়ে যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, ভাঙা হয়ে ঢাকায় পৌঁছায় সকাল ৯টা ১০ মিনিটে। এতে ১০ ঘণ্টারও বেশি সময় লাগে। ফলে নতুন ট্রেন সময় সাশ্রয় হবে অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা। এছাড়া সুন্দরবন ও চিত্রা ট্রেনের চেয়ে ভাড়াও কম লাগছে “জাহানাবাদ এক্সপ্রেস” ট্রেনে। এতে খুশি যাত্রী ও রেলওয়ে সংশ্লিষ্টরা।

রেলের দেওয়া সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙ্গা জংশন হয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে।

অন্যদিকে, একই ট্রেন “রূপসী বাংলা এক্সপ্রেস” নামে সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে বেনাপোল পৌঁছাবে দুপুর আড়াইটায়। আর বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে ছেড়ে যশোর, নড়াইল, কাশিয়ানী ও ভাঙ্গা জংশন হয়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। উভয় ট্রেনের সাপ্তাহিক বন্ধ সোমবার।

 

আপনার মতামত দিন:


ভ্রমণ এর জনপ্রিয়