SAHA ANTAR
Published:2022-07-07 22:51:27 BdST
ডা. ইকবালের মর্মান্তিক মৃত্যুর খবর পড়ে সবাই কষ্ট পাচ্ছি;কিন্তু প্রবীণদের প্রযত্নে কে কতটা ভূমিকা রাখছি , তা আত্মবিশ্লেষণ করছি না
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ও ডাক্তার প্রতিদিন সম্পাদক ডা. সুলতানা আলগিন
অধ্যাপক ডা. সুলতানা আলগিন
_______________________
প্রবীণ চিকিৎসক ইকবাল উদ্দিন আহমেদ (৭২) এর মর্মান্তিক প্রয়াণে গভীর শোক জানিয়েছেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ও ডাক্তার প্রতিদিন সম্পাদক ডা. সুলতানা আলগিন। তিনি বলেন, এমন মৃত্যু সত্যিই গভীর বেদনাদায়ক। আমি তার পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।
বাংলাদেশসহ সারা বিশ্বেই প্রবীণ জনসংখ্যা বাড়ছে। কিন্তু প্রবীণ প্রযত্ন সেভাবে বাড়ে নি। শিশু ও নারীর পাশাপাশি এখনও অবহেলিত প্রবীণরা। এই অনাকাঙ্খিত মৃত্যু বাস্তবতার নিরিখেই মর্মান্তিকভাবে ঘটেছে সত্য। যেই খবরটা পড়ছি ,
সকলেই শোকার্ত হচ্ছি। কষ্ট পাচ্ছি। কিন্তু প্রবীণদের প্রযত্নে কে কতটা ভূমিকা রাখছি , তা আত্মবিশ্লেষণ করছি না।
এর আগে জাহাঙ্গীর নগরের রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপকও এভাবে একাকী প্রয়াত হন নিজ ফ্লাটে । নগরজীবনে এমন খবর বাড়ছেই। তার লাশও অবহেলায় পড়ে ছিল। আমরা মনোরোগ বিশেষজ্ঞরা প্রবীণদের জন্য একটি সামাজিক সুস্থ জীবন নিশ্চিত করার কথা বলি সবসময়। সেটা প্রচলিত পারিবারিক কাঠামোয় হতে পারে। প্রবীণদের সকল সুবিধা সম্বলিত প্রবীণ নিবাসেও হতে পারে।মোদ্দা কথা হল , প্রবীণদের একটি সুস্থ সামাজিক জীবন নিশ্চিত করতে হবে। প্রবীণ স্বজনদের সম্মেলনে থাকতে পারেন। নিকটজন , বন্ধু বান্ধব , সমবয়স্ক কিংবা সমমনস্কদের সঙ্গে থাকার সুযোগ পেলে প্রবীণ যেমন দীর্ঘায়ু হবেন। সুস্থ সবল মনোবলে থাকবেন। তেমনি এমন মর্মান্তিক নজিরও মানুষকে বিষন্ন করবে না।
আপনার মতামত দিন: