SAHA ANTAR

Published:
2020-11-11 02:15:30 BdST

সফল ব্যবসায়ী হতে চান, ৯টি দরকারি টিপস




ডা. সুলতানা এলগিন
জনমনস্বাস্থ্য বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক
মনোরোগ বিদ্যা বিভাগ
কনসালটেন্ট , ওসিডি ক্লিনিক ও জেরিয়াট্রিক ক্লিনিক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় , ঢাকা
__________________________

" অন্যের চাকুরি কেন করবেন। বরং উদ্যোক্তা হন, আপনিই অন্যকে চাকরি দেবেন। "
প্রধানমন্ত্রী , নোবেল লরিয়েটসহ অনেকেই এই উদ্দীপনার কথা বলছেন।

উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হতে চান, এমন অনেকেই এখন মানসিক উদ্দীপন বিশেষজ্ঞদের কাছে আসছেন। আমার কাছেও আসছেন কেউ কেউ।
তারা সাফল্যের জন্য কাউন্সেলিং নিতে চান। বলেন, মনকে বশ করতে পারেন না। লাভের লোভে অনেক সময় বড় ভুল করেন। এর থেকে মুক্তি কোথায়।
তারা জানান, আগে তারা পীর ফকিরদের কাছে যেতেন। কেরামতির আশায়। এখন নিজ-ধর্মকথায় নাকি জানছেন, পীর ফকিরি কেরামতি হারাম। তাই আসছেন কাউন্সেলিং এক্সপার্টদের কাছে। তাদেরকে হেসে বলি, আমি মনের অসুখ নিয়ে কাজ করি। কিন্তু কেরামতি দেখাতে পারব না। যা কেরামতি , তা সবই বিজ্ঞানের।
তাদের সাথে যে কথা হয়, সেসব সাইকোথেরাপি ভিত্তিক। মনো চিকিৎসাবিজ্ঞান মেনে বলি।

যারা সফল উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হতে চান,তাদের জন্য তারই আলোকে ৭টি টিপস।


১. ভারতীয় মহামতি জ্ঞানাচার্য চানক্যর কথায় বলি,
যে ঝুঁকি নিতে ভয় পায়, সে কখনও সফল হয় না। তাঁর কথায়, সফল ব্যবসায়ী তিনিই, যিনি ঝুঁকি নিতে সর্বদা তৈরি থাকেন। চাণক্য নীতি বলে, ছোট ব্যবসায়, বড় ব্যবসায়, ব্যবসায়ীদের বিশ্বের যে কোনও জায়গায় ব্যবসা করার জন্য তৈরি থাকা উচিত।


২. ঝুঁকি নিচ্ছেন যে প্রকল্পে, সেটা নিয়ে বালখিল্য নয়। পুরো বিষয়টির ভাল মন্দ , আয় সম্ভাবনা, লোকসান আশঙ্কা ভাল করে খতিয়ে দেখুন।
আয়ের সম্ভাবনা যেন লোকসানের আশঙ্কার চেয়ে উজ্জ্বল হয়।

৩.
সফল বাণিজ্যে প্রয়োজন, সকলের সঙ্গে সদ্ব্যবহার । যাদের সেবা দেবেন , তাদের জন্য আপনার বড় ব্যবসা পণ্য হল ভাল ব্যবহার।
ব্যবসায় এই গুণ অত্যন্ত প্রয়োজন। লোকদের সঙ্গে অনন্য সুন্দর বিনয়ী ব্যবহার ।

৪. ব্যবসাতে চাতুর্যকে পরিহার করুন। চতুরতা হল সীমিত সময়ের জন্য। দীর্ঘ পথ পাড়ি দিতে হলে সততাকে প্রধাণ পণ্য করুন। যেসব ব্যবসা ও সেবা পন্য প্রতিষ্ঠান প্রজন্মান্তরে টিকে আছে , তাদের প্রধাণ পণ্য সততা। অসৎগুলো হঠাৎ আলোর ঝলকানির মত নিবে গেছে।

৫. জাপানী ও চিনা সূত্র মানুন। সকল কর্মীর সঙ্গে সুখে দু:খে আন্তরিক থাকুন। তাদের সঙ্গে কাজে অংশ নিন। বাইরের কোন দর্শনার্থী এলে আপনাকে যেন কর্মী থেকে আলাদা করতে না পারে। কাজটা হয়তো কঠিন। তবুও চেষ্টা করুন।

৬. কাজের পরিবেশ যতটা পারুন , মনোরম করুন। যেন সেখানে এসে সেবাগ্রহীতা প্রশান্তি লাভ করে।

৭. প্রতিষ্ঠানের অসৎ কর্মীদের নিরুৎসাহিত করতে তাদের সঙ্গে খারাপ ও রুঢ় ব্যবহারকে হাতিয়ার করবেন না। বরং প্রতিষ্ঠানের সৎ কর্মীদের সাফল্যকে মূল্যায়ণ করুন। উৎসাহিত করুন। ভালোর আলোয় মন্দকে দমন করুন।


৮. কোন ব্যবসায় ছোট নয়। বরং ছোট ব্যবসায়ে সাফল্য আপনার বড় ব্যবসায়ের সাফল্যের গোপণ চাবি।

৯. ব্যবসাকে আপনার চাকচিক্য দেখাবার , অহঙ্কার দেখানোর হাতিয়ার করবেন না। তাতে নিশ্চিত পতন। যে ব্যবসায় সেবার, সে ব্যবসায়ে আগ্রহ ও নজর সবার।

আপনার মতামত দিন:


মন জানে এর জনপ্রিয়