Ameen Qudir

Published:
2020-01-07 01:38:12 BdST

প্রবীণ আত্মীয়ের স্বাস্থ্যসেবা: যে বিষয়গুলো খেয়াল রাখবেন


 



ডা. সুলতানা এলগিন
সহযোগী অধ্যাপক
মনোরোগ বিদ্যা বিভাগ এবং কনসালটেন্ট,

ও সি ডি ক্লিনিক, বঙ্গবন্ধু শেখ মুজিব

মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সম্পাদক, ডাক্তার প্রতিদিন.কম
____________________________

আপনার বয়োবৃদ্ধ আত্মীয় কি প্রায়ই সব প্রশ্নের উত্তরে “জানি না ”বলে ? অথচ পরে জিজ্ঞেস করলে দেখা যায় তার সবকিছু মনে আছে ।
আপনার বয়োবৃদ্ধ আত্মীয়ের কি সঠিক শব্দচয়নের অভাবে কথপোকথন করতে সমস্যা হয়?
এ প্রশ্নগুলো জবাবটা পাওয়া দরকার। এ জন্য প্রবীণ আত্মীয়ের যত্ন নেয়া দরকার।
বয়স বাড়ার সাথে সাথে চুলে পাক ধরা, চামড়া ঢিলে হওয়া , ভুলে যাওয়া , দুর্বলতাবোধ স্বাভাবিক। কিন্তু যখনই দেখবেন আপনার / প্রবীণ নিকটজনের চারিত্রিকপরিবর্তনগুলো স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বা অস্বাভাবিক তখনই দেরী না করে চিকিৎসকের পরামর্শ নিন ।
যেসব লক্ষণ আপনাকে ভাবিয়ে তুলতে পারে:
খাদ্যে অনীহা ,বদহজম, দুর্বলতাবোধ বা চিরপরিচিত ¯^ভাবে কোন পরিবর্তন
হতাশাবোধ, একাকীত্ব , অনিদ্রা, উদ্বেগ বা খিটখিটে মেজাজ, রাগ অভিমান বা আক্রোশ বেড়ে যাওয়া, হিসাব কাজ বা সংখ্যাসংক্রান্ত কাজে ব্যঘাত ঘটলে, দৈনন্দিন কাজকর্মে সমস্যা দেথা দিলে
আচরণগত সমস্যা যেমন- অহেতুক রেগে যাওয়া, উদ্ধত আচরণ, ভাঙচুর করা, অসংলগ্ন কথাবার্তা ,যখন তখন বাইরে বের হয়ে যাওয়া ,নিজের প্রয়োজনের কথা গুছিয়ে বলতে না পারা
সাইকোসিস -- একা একা হাসা ও কথা বলা, সন্দেহ প্রবণতা, অসংলগ্ন কথা ও আচরণ
মুড ডিসঅর্ডার -- ডিপ্রেশন,ম্যানিয়া
উদ্বেগরোগ -- সিদ্ধান্তহীনতা,মৃত্যুভয়,ফোবিয়া ,ওসিডির লক্ষণ
স্মৃতিভ্রম -- ডিমেনশিয়া,ডিলিরিয়াম
ডিমেনশিয়া ও ডিপ্রেশন এই বয়সে পাশাপাশি থাকে । এদের পার্থক্য করতে না পারলে রোগীর চিকিৎসা ভুল হবে। ভুল / অপ্রয়োজনীয় ওষুধ খেলে রোগীর সমস্যা আরও বাড়বে।
তাই আপনি আপনার নিকটজনের মধ্যে নীচের কোন সমস্যাগুলো লক্ষ্য করছেন ,মিলিয়ে দেখুন।
আপনার বয়বৃদ্ধ আত্মীয়ের ভুলে যাওয়া সমস্যাটি কতদিন ধরে শুরু হয়েছে ?
আপনার বয়বৃদ্ধ আত্মীয়ের ভুলে যাওয়া সমস্যাটি কার কাছে বেশী সমস্যাপূর্ণ মনে হয় -- আপনার না আপনার বয়বৃদ্ধ আত্মীয়ের কাছে
আপনার বয়বৃদ্ধ আত্মীয় কোন কথাটি বেশী বলে--ভুলে যাই / মন খারাপ /অস্থিরভাব/ অশান্তি লাগা।

কি কি কারণে বৃদ্ধবয়সে মানসিক রোগের সূত্রপাত হয় :
দীর্ঘকালীন শারীরিক ব্যথাবেদনা, অনিয়ন্ত্রিত হাইপার টেনশন. ডায়াবেটিস , এসব রোগের কারণে দীর্ঘকাল ওষুধ সেবন,অনিদ্রা, একাকীত্ব, জীবনের কোন বড় দুর্ঘটনা বা আপনজনের মৃত্যু ,খাদ্যে অনীহা, স্মৃতিভ্রম ইত্যাদি ।

এই সংক্রান্ত পূর্নাঙ্গ লেখার লিঙ্ক :

https://daktarprotidin.com/mon-jane/4653/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A3-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A3%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE

আপনার মতামত দিন:


মন জানে এর জনপ্রিয়