Ameen Qudir
Published:2016-12-26 02:29:48 BdST
রাকিব আদৃতার ব্রেকাপ হবে কল্পনাও করি নাই
তানভীর আহমেদ তালুকদার,এমবিবিএস শিক্ষার্থী
__________________________
টুং করে মেসেঞ্জারে আদ্রিতার মেসেজ।অসময়ে মেসেজ দেখে আমি অবাক হলাম।
.
যেহেতু মেসেঞ্জার।ইমো দেখে বুঝলাম তার কিছু একটা হয়েছে।আমি কারন জিজ্ঞেস করার পর সে বললো,আমার ক্লাসমেট রাকিবের সাথে তার আর বনিবনা হচ্ছে না।
.
সেদিন রাতে আর বেশি কথা হয়নি।পরদিন আমিই আদ্রিতাকে নক দিলাম।
.
:কি হইছে তোদের?
:ঝামেলা হচ্ছে খুব
:কি নিয়ে ঝামেলা?
:রাকিবকে নিয়ে
:কি হয়েছে রাকিবের?
:সে আরেকটা মেয়ের সাথে রিলেশন করেছে।এখন ধরা খেয়েও কিছু স্বীকার করছে না।
.
রাকিব আমার খুব ক্লোজ ফ্রেন্ড না হলেও সে এমন করতে পারবে ধারনা করিনি।তবে তার মধ্যে কোন কিছু নিয়েই সিরিয়াসনেস ছিলোনা কখনোই।হয়তো আদ্রিতাকে নিয়েও না।
.
আমি ক্লাস শেষে রুমে আসলাম।মেসেঞ্জার চেক করতে গিয়ে দেখলাম আদ্রিতা অনলাইনে।কথা হলো অনেকক্ষন।তাকে বোঝালাম।কিন্তু মন কি আর বুঝতে চায়!
.
কত ভালো রিলেশন ছিলো তাদের।ফেসবুকে যেবার In a relationship with Rakib দেখেছিলাম,সবাই কত উইশ করলাম।আদ্রিতার খুশি সেদিন টের পেয়েছিলাম।রাকিবকে নিয়ে তার সিরিয়াসনেস কতটা বুঝেছিলাম।
.
:আদ্রিতা,মন খারাপ থাকলে নক দিস।
:তানভীর,মানুষ এমন করতে পারে কেমনে! যে মানুষটার হাত ধরে এতটা পথ হাঁটলাম,কাঁধে মাথা রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম,সে কিভাবে এতটা বিশ্বাসঘাতকতা করতে পারলো!
.
আমি উত্তর খুঁজে পাচ্ছিলাম না।তাই শুধু "হুম" করে যাচ্ছিলাম।আদ্রিতাই সব কথা আমাকে বলে যাচ্ছিলো।
.
তারপর থেকে আদ্রিতার সাথে আমার রেগুলার কথা হতো।প্রায় এক বছর।একসময় কথা বলাও কমে গেলো।যখন সবকিছু স্ট্যাবল হলো।
.
একদিন শুনলাম আদ্রিতার রিলেশন হয়েছে।এক সিনিয়রের সাথে।আমি অবাক হলাম।কারন আমি সেটা জানিনা।অথচ আমার সেটা জানার কথা ছিলো।আদ্রিতাও বলেনি।ওদিকে রাকিবও আরেক মেয়ের সাথে ঝুলে গিয়েছে।চেকইন দিচ্ছে।নিয়মিত ছবি দিচ্ছে।বোঝাই যাচ্ছে রাকিব ভালো আছে।
আদ্রিতার রিলেশনের কথা শুনার পর আদ্রিতাকে জিজ্ঞেস করলাম,
.
:নতুন রিলেশনে গেলি,জানাইলিও না!
:দোস্ত সরি। হুট করেই। আর তেমন কেউ জানেও না।
:নাকি প্রয়োজন শেষ বলে আর জানানোর দরকার মনে করিস নি?
:আরে তেমন না দোস্ত।তুই অন্যভাবে নিস না।
: ট্রিট দিবি কবে?
: হবে হবে।
.
আমি কথা বাড়ালাম না।বড় কথা আদ্রিতা ভালো আছে।রাকিবও ভালো আছে।এক সময় মনে হতো "কত সুন্দর রাকিব-আদ্রিতা জুটি!"...আর সবার ব্রেকাপ হলেও এদের এসব হবে না!...আর এখন! দুজন দুই মেরুর বাসিন্দা।এবং দুই মেরুতে তারা দিব্যি ভালো আছে।আসলে সবাই ভালো থাকে,ভালো থাকতে হয়....জীবনের প্রয়োজনে।
_________________________________
লেখক তানভীর আহমেদ তালুকদার । এমবিবিএস শিক্ষার্থী ।
আপনার মতামত দিন: