Ameen Qudir

Published:
2016-11-21 17:14:40 BdST

কাঁদে বেশী মেয়েরাই : এত জল ওই কাজল চোখে আসে কোথা থেকে


 

 

 

 

ডা. অঞ্জলি
___________________


এত জল ও কাজল চোখে পাষানীর আনলো বলো কে ! তার মানে কাঁদে সবাই। পাষানও কাঁদে । কিন্তু নারী পুরুষের মধ্যে
কে কাঁদে বেশী ? ছেলে রা নাকি মেয়েরা !


গবেষণাই বলছে— মেয়েরা ছেলেদের তুলনায় বেশি কাঁদে। শুধু বেশি নয়, অনেকটা বেশি।

   

 

গবেষণা বলছে , এক জন মহিলা বছরে ৩০ থেকে ৬৪ বার কাঁদেন। পুরুষ কাঁদে বছরে গড়ে ৬ থেকে ১৭।
মেয়েদের কান্না ছেলেদের থেকে দীর্ঘ সময় ধরে হয়। মেয়েরা একবার কাঁদলে গড়ে ছ’মিনিট চোখের জল পড়তে থাকে। তুলনায় পুরুষের কান্নার আয়ু দুই থেকে তিন মিনিট।


কান্নাকাটি নিয়ে
এই গবেষণাটি করেছেন নেদারল্যান্ডস-এর টিনবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যাড ভিঙ্গারহোয়েটস।
গবেষণার জন্য তিনি ৩৭টি দেশের পাঁচ হাজার মানুষের সঙ্গে কথা বলেন।

গবেষনায় জানা যায়, পুরুষেরা ৬৬ শতাংশ ক্ষেত্রে পাঁচ মিনিটের কম সময় কাঁদেন। বাকি ২৪ শতাংশ ৬ থেকে ১৫ মিনিট। আর মেয়েদের ক্ষেত্রে ৪৩ শতাংশ কাঁদেন ৫ মিনিটের কম। বাকি ৫৭ শতাংশের কাঁদার গড় সময় ৬ থেকে ১৫ মিনিট।

 

   

 

 

তবে ওই গবেষণা এ কথাও বলছে, মাত্র ৫ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, পুরুষ ১৫ মিনিটের বেশি কাঁদছেন। কিন্তু এই সংখ্যাটা মেয়েদের ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি। ১১ শতাংশ মহিলা একবার কাঁদলে ১৫ মিনিটের আগে থামেন না।

 


____________________


লেখক ডা.অঞ্জলি । ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক। গবেষক।

আপনার মতামত দিন:


মন জানে এর জনপ্রিয়