Ameen Qudir

Published:
2017-03-12 17:35:49 BdST

মহাতারকা যেভাবে মূল্যায়ণ করেন ডাক্তার সমাজকে



 

মহাতারকা যেভাবে মূল্যায়ণ করেন ডাক্তার সমাজকে
সুরসিক সুলেখক ডা. নুরুল হাসান বাবুর সঙ্গে দেখা হলো বাংলা দেশের পপসঙ্গীতের অবিসম্বাদিত মহাতারকা আইয়ুব বাচ্চুর সঙ্গে। জানা গেল মহাতারকা কিভাবে মূল্যবান জ্ঞান করেন ডাক্তার সমাজকে। জানাচ্ছেন ডা. বাবু।

 

ডা. নুরুল হাসান বাবু
________________________

 


হযরত শাহজালালের এ্যামেক্স লাউঞ্জে পরিচিত হলাম দেশের খ্যাতিমান পপ সংগীত তারকা আইয়ুব বাচ্চু ভাই এর সাথে । হায়রে ডাক্তার তারমত মহা Expensive ব্যক্তিও আমাকে Expensive জ্ঞান করেন ।

তিনি এক সময়ে আমাকে বলেন -Dr Hassan very expensive person. তার মত দেশের মূল্যবান সম্পদের মনে কষ্ট দিলাম না । মনে মনে বললাম-
" আমি কষ্ট পেতে ভালবাসি
তাই এত কষ্ট পেয়েও
সেবা দিতে বার বার
তোমাদেরই কাছে ছুটে আসি...."

________________________

ডা. নুরুল হাসান বাবু। সুলেখক।

 

আপনার মতামত দিন:


কোথায় ডাক্তার এর জনপ্রিয়