Dr. Aminul Islam
Published:2021-12-06 23:37:37 BdST
মর্গ থেকে মর্মান্তিকফার্স্ট প্রফে দ্বিতীয়বার অকৃতকার্য আহমেদ বড় অভিমানে চলে গেলেন চিরতরে
সংবাদ দাতা
ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় দ্বিতীয়বার অকৃতকার্য হওয়ার চাপ নিতে পারেন নি তিনি। বড় অভিমানে চিরঘুমের মধ্যে হারিয়ে গেলেন রংপুর প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থী আহমেদ । রোববার (৫ নভেম্বর) পরীক্ষার ফলাফল জানতে পেরে অপ্রত্যাশিত মর্মান্তিক ট্রাজেডি ঘটান তিনি। তার স্বজন ও বন্ধুরা এখন শোক সাগরে।
প্রাইভেট মেডিকেল কলেজের
সূত্র জানায়, সম্প্রতি তাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে অ্যানাটমি পরীক্ষায় পাস করেন নি আহমেদ। এ খবর পেয়ে সে আত্মহত্যা করেছে।
আপনার মতামত দিন: