Ameen Qudir
Published:2017-03-02 19:16:16 BdST
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ডা. কানিজ
সংবাদদাতা
___________________________
ঝিনাইদহে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন ডাঃ কানিজ হোসেন জাহান। তিনি ঝিনাইদহ সদর,
হরিনাকুন্ডু ও শৈলকুপা (সদর সার্কেলে) অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করবেন।
২৫তম বিসিএসের মাধ্যমে এ,এসপি হিসাবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
তিনি ঢাকা মেডিকেল কলেজ এমবিবিএস পাশ করেছেন।
তিনি এর আগে ঢাকা মেট্রেপলিটন, গাজীপুর সদর সার্কেল, র্যাব-৪ ও
ময়মনসিংহ সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসাবে দক্ষতার সাথে কাজ করেন। সে সময়ে অনেক অপরাধি আটক ও নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।
এ ছাড়াও প্রথম নারী কনটিন জেন্ট হাইতি মিশনে অংশ নিয়েছেন। ডাঃ কানিজ হোসেন জাহান পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে এপিবিএনে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঝিনাইদহে প্রথম নারী অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে ১ মার্চ যোগদান করেন।তিনি সাংবাদিকদের জানান, এ জেলায় যোগান করার পর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাবেন। কোথাও কোন ধরনের অবৈধ কাজ, অস্ত্র, মাদক ব্যবসাসহ সকল অপরাধ রুখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত দিন: