Ameen Qudir
Published:2016-11-22 18:36:04 BdST
প্রান্তিক ডাক্তাররা কেন সর্ববঞ্চিত অভিভাবকহীন
ডা. বাহারুল আলম
______________________
প্রান্তিক স্তরের চিকিৎসকরা সর্ববঞ্চিত , অভিভাবকহীন। কে এদের পাশে দাঁড়াবে?
রোগী ও চিকিৎসকদের অধিকার পদদলিত করে, বিগত সময়ে জাতীয় রাজনীতির নেতা হওয়ার উগ্র আকাঙ্ক্ষা থেকে যে চিকিৎসক নেতৃত্ব গড়ে উঠেছে তারা পরস্পর মুখোমুখি করে দিয়েছে চিকিৎসকদের, পরিবর্তন করেছে আকাঙ্ক্ষার দৃষ্টিভঙ্গি।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ রাজনীতির চক্রে চিকিৎসকরা আবদ্ধ হয়ে 'বলির পাঠা'- র মত ছটফট করছে। উপেক্ষিত হচ্ছে রাষ্ট্রে রোগী-চিকিৎসকের অধিকার। এর পুরস্কার স্বরূপ রাজনীতির সিঁড়ি বেয়ে উঠছে চিকিৎসক নেতারা।
উপর স্তরের চিকিৎসকরা এ পদ্ধতির সাথে কিছুটা খাপ খাইয়ে নিলেও সংকট প্রান্তিক স্তরের চিকিৎসকদের। ইউনিয়ন সাব-সেন্টার থেকে জেলা হাসপাতাল পর্যন্ত। উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণের প্রস্তুতি , অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারা , যথোপযুক্ত কর্মস্থল ও আবাসন সংকটে তারা জর্জরিত।
এদের দেখার কেউ নাই, ভাবার কেউ নাই, রাষ্ট্র উদাসীন, সরকার পদায়ন ও শাসন করেই দায়িত্ব শেষ । চিকিৎসক প্রশাসকদের দৃষ্টিও মন্ত্রনালয় ও সরকারের দিকে। প্রান্তিক স্তরের রোগী ও চিকিৎসকরা আজ সর্ববঞ্চিত, অভিভাবক হীন, কে এদের পাশে দাঁড়াবে?
প্রতিবাদহীন চিকিৎসকদের নীরবতা এ অবস্থাকে স্থিতিশীল করে তুলছে। পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ চিকিৎসক জাগরণের প্রয়োজন।
_____________________________________
এখানে কিছু সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ছবি দেয়া হল। দেখুন কি অবস্থা।
প্রান্তিকরোগী ও জনগন সেবা পাচ্ছে ঠিক। লাইন পড়ছে রোগীদের। কিন্তু কেন্দ্রের কি হাল।
_____________________________
লেখক : ডা. বাহারুল আলম । প্রখ্যাত চিকিৎসক নেতা। লোকসেবী ডাক্তার। সুবক্তা। জনপ্রিয় কলামিস্ট।
আপনার মতামত দিন: