Dr. Aminul Islam
Published:2021-08-28 15:49:36 BdST
মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হলেন ডা. সায়ফুল ফেরদৌস আতাতুর্ক
সংবাদ দাতা
___________________
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক। এর আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হলেন ডা. সায়ফুল ফেরদৌস আতাতুর্ককে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ডা আতাতুর্ক একজন দক্ষ স্বাস্থ্য প্রশাসক। একাজে তিনি উত্তরোত্তর সাফল্য দেখাবেন, গভীর প্রত্যাশা করি।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন: