Ameen Qudir
Published:2017-02-08 18:30:19 BdST
হতদরিদ্র রোগীকে যে কারণে সিটি স্ক্যান দিতে বাধ্য হলাম
ডা. আখতার মাহমুদ লিটন
__________________________
অতিশয় দরিদ্র রোগী, রোগীর লোকজন। ডাক্তারের ফিস দিতে সমস্যা, কম দিলো, নিলাম। মানসিক রোগী। ঔষধ দিয়ে এবং কিছু রুটিন পরীক্ষা দিয়ে এক মাস পর দেখা করতে এবং পারলে পরীক্ষা করতে বললাম।
কিছুক্ষণ পর রোগীর লোকজন আবার এসে বলল একটা ব্রেন এর পরীক্ষা কইরা দেন, অবাক হয়ে বললাম এই পরীক্ষায় তো অনেক টাকা লাগবে। বলল লাগুক, ব্রেনটা টেস্ট কইরা দেখতে হইব ভিতরে কি আছে?
বুঝানোর চেষ্টা করলাম ঔষধ খেয়ে এক মাস পর আসেন তারপর দেখি করা লাগবে কিনা? তাছাড়া আপনাদের তো টাকা পয়সার ও সমস্যা।
নাছোড়বান্দা, বলল ব্রেন টেস্টের টাকা তাদের কাছে আছে।
অবশেষে CT Scan of Brain লিখে দিলাম এবং পরম সুখে টেস্ট করিয়ে পরে নরমাল রিপোর্ট দেখিয়ে খুশিমনে বাড়ী চলে গেল।
পাদটীকা : ডাক্তারের ফিস দেয়ার সময় টাকা থাকে না কিন্তু পরীক্ষানিরীক্ষা করার সময় টাকার অভাব হয় না।
__________________________
ডা. আখতার মাহমুদ লিটন । বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
আপনার মতামত দিন: