Ameen Qudir

Published:
2016-12-15 15:34:25 BdST

এমবিবিএসে প্রথম ,দ্বিতীয় বিভাগ প্রাপ্তদের খুঁজছে পেট্রোবাংলা !


          

ডা. তরফদার জুয়েল
___________________________

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এর মত বড় প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে "মেডিকেল অফিসার" পোস্টের শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে

"কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য নয়"?

এই কথাটা যে লিখছে, তার জ্ঞান দেখে অবাক লাগছে।

প্রথম কথা-

এস এস সি বা এইস এস সির কোনটির একটিতে দ্বিতীয় বিভাগ পেলে অর্থাৎ জিপিএ ৩ এর কম পেলে, দুই পরীক্ষার জিপিএ মিলে কিভাবে ৯ হবে আর মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করবে? এই অংক আমি মেলাতে পারি নাই। কারন, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার পূর্ব শর্ত হল- এস এস সি ও এইস এস সির জিপিএ মিলে ১০ এর মধ্যে ৯ হতে হবে।

আর দ্বিতীয় কথা-

এমবিবিএস বা বিডিএস পাশ করতে গেলে ৩ টা বা ৪ টা পেশাগত পরীক্ষা দিতে হয়, যেখানে পাশ করতে সকল বিষয়ের সব অংশে শতকরা ৬০ ভাগ নম্বর পেতে হবে, যা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণী পাওয়ার নম্বর।

মেডিকেলে কেউ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী পায় না, যারা এমবিবিএস বা বিডিএস পাশ তারা সবাই পরীক্ষায় প্রথম শ্রেণী পেয়েই পাশ। আর দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী পেলে সে ফেল।

আজিব দেশ মাইরি,
যে বা যারা যোগ্যতা দেখে চাকরি দেবে, তারা নিজেরাই জানে না প্রার্থীর যোগ্যতা বিচারের মাপকাঠি কি?

________________________

 

ডা. তরফদার জুয়েল ।লোকসেবী চিকিৎসক। জনপ্রিয় কলামিস্ট।

আপনার মতামত দিন:


কোথায় ডাক্তার এর জনপ্রিয়