Ameen Qudir

Published:
2016-11-25 15:28:25 BdST

গজব চিকিৎসা ডেঙ্গু চিকিৎসায় পেঁপে পাতার রস খাবেন কি ! আজরাইল হাজির


ডা. তরফদার জুয়েল
_____________________________

 

সেলুকাস_সাহেবকে খুঁজতেছি, একটা কথা কইতাম।

ডেঙ্গু জ্বরে অাক্রান্ত রোগি (শিক্ষিত ও স্মার্ট) আমারে জিগায়- ডাক্তার সাহেব, পেপে পাতার রস দিনে কয়বার খাব?

আমি উল্টা জিগাইলাম- এই ঢাকার শহরে আপনি পেপে পাতা কই পাইলেন?

: গ্রাম থেকে আনিয়েছি অনেক টাকা খরচ করে।

আজিব দেশ মাইরি!
সুশিক্ষিত মানুষগুলো অবলীলায় কুশিক্ষিত/অশিক্ষিত লোকের কথা শুনে বিশ্বাস করে যে-

১. ডেঙ্গু জ্বরে পেপে পাতার রস খেতে হয়,

২. ইনসুলিন ঘাটতি জনিত ডায়াবেটিসও লতা-পাতা খেলে ভাল হয়, ইনসুলিন না নিলেও চলে, গাইনুরা গাছই ভাল।

৩. স্ট্রোক হলে হাতের আঙুলগুলো সুই দিয়ে ফুটা করতে হয়,

৪. জন্ডিস হলে হেলেঞ্চাশাকের মালা গলায় দিলে জন্ডিস ভাল হয়,

৫. চিকেন পক্স বা জল বসন্ত হলে ৭ দিন গোসল না করে ময়লা বাবা সাজতে হবে, পাট পাতার রস খেতে হবে, সাতদিন শুধু শুকনা খাবার খেতে হবে,
৬. পেট ব্যথায় স্টিলের গ্লাস গরম করে পেটে লাগাতে হবে।
আরো অনেক কিছু।

এই মানুষগুলোই আবার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবার আগে নিজের রোগ সম্পর্কে জানতে গুগল সার্চ করে পড়ে নেয়, যদি ভুল চিকিৎসা হয়? এই মানুষগুলোই আবার কথায় কথায় ভুল চিকিৎসা খুঁজে পায়।

বিচিত্র এই দেশ ।

_____________________________

 

 

 

লেখক ডা. তরফদার জুয়েল। চিকিৎসা বিষয়ক জনপ্রিয় লেখক। লোকসেবী ডাক্তার। কলামিস্ট।

Honorary Medical Officer at Dhaka Medical College & Hospital;

Studies Surgery at Bangladesh College of Physicians and surgeons ;
Studied MBBS. at Rajshahi Medical College

আপনার মতামত দিন:


কোথায় ডাক্তার এর জনপ্রিয়