SAHA ANTAR

Published:
2021-08-16 18:14:07 BdST

ভারত বাংলাদেশ ফ্লাইট চালুর প্রস্তুতি, টিকা নেওয়া থাকলে হোম কোয়ারেন্টিন


 

সংবাদ সংস্থা
ভারতের সঙ্গে বাংলাদেশের শিগগির এয়ার বাবল ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি চূড়ান্ত না হলেও প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিষয়টিও শর্ত সাপেক্ষে শিথিল করা হচ্ছে।

বাংলাদেশে প্রবেশের ১৪ দিন আগে দুই ডোজ করোনাভাইরাসের টিকা যারা নিয়েছেন, তাদেরকে টিকা কার্ড ও আরটি-পিসিআর নেগেটিভ সনদ দেখানো সাপেক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বদলে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এক্ষেত্রে র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে তাদের করোনা পরীক্ষা করা হতে পারে।

তবে, টিকা নেওয়া না থাকলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

ভারতের সঙ্গে শিগগির ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা থাকায় আগামী ২৬ আগস্ট পর্যন্ত বেনাপোল, আখাউড়া, বুড়িমারী, হিলি, দর্শনা ও সোনামসজিদ ছাড়া বাকি সব স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার।

ফ্লাইট চালু হলে পর্যায়ক্রমে এসব বন্দর খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত দিন:


ভ্রমণ এর জনপ্রিয়