Ameen Qudir

Published:
2019-10-12 19:58:01 BdST

চিয়াংমাই: আমার দেখা সুন্দরতম জায়গা



অধ্যাপক ডা. মুজিবুল হক
স্কিন অ্যান্ড সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট
এফসিপিএস, এফআরসিপি (যুক্তরাজ্য), ডিডিভি (অস্ট্রিয়া)

_________________________________

কদিন আগে নিজের চিকিৎসার জন্যে সেকেন্ড অপিনিয়ন বা দ্বিতীয় মত নিতে থাইল্যান্ড গিয়েছিলাম।কাজ/ঘোরাঘুরি শেষ হলে স্ত্রী চিয়াংমাই যেতে চান। সেটা আর হয় নি।তবে চিয়াংমাইকে আমার বেশ মনে পড়ে।
আধেক পৃথিবী প্রায় ঘুরে বেড়িয়েছি। বহু বছর আগে AIDs রোগে monks রা কি ভাবে ভুমিকা রাখছেন দেখতে চিয়ংমাইতে বেশ অনেক দিন থাকি সরকারের সিদ্ধান্তে।আমার দুই ডাক্তার ছাত্র /ছাত্রী সঙ্গে যায়।
(অদ্ভুত হলো দুজনেই পরে প্রশাসন ক্যাডারে এ যোগ
দেয়।ছাত্রীটি এখন অতিরিক্ত সচিব /ছাত্র যুগ্ম সচিব )।

চিয়াংমাই আমার দেখা  সুন্দরতম জায়গা মনে হয়েছে। মেয়েগুলো প্রায় ইউওরোপিয়ানদের মত দেখতে।তবে দু:খের বিষয়, তাদের এক বড় অংশ এইডসএ আক্রান্ত ছিল। প্রায় ৪০ শতাংশের মত।এর মধ্যেও বিদেশী সাহেবরা স্থানীয় মেয়েদের বগলদাবা করে বিচ্ছিরি ভাবে ঘুরছে।কিছু কেতাদুরস্ত সাহেব, ভদ্রগোছের মেয়েদের নিয়ে ঘুরছিলো। আমাদের সঙ্গী থাই ডাক্তার বল্ল, এদের বলে escort girl।এরা দিনের কর্ম 'সহযোগী(গাইড)আর রাতের নম'সহযোগী।AIDs গ্রস্থমেয়েদের কথা ভাবি। এতদিনে সব মরে ভুত হয়েছে এই দরিদ্র মেয়েগুলো। কি দুর্ভাগা জীবন বেছে নিয়ে ছিল হতভাগীরা।
বেশ অনেক বছর আগের কথা।
(খাবার কষ্টটা আজো ভুলিনি)


লেখক

আপনার মতামত দিন:


ভ্রমণ এর জনপ্রিয়