Ameen Qudir

Published:
2019-01-03 23:28:53 BdST

রাজকীয় নদী ভ্রমণমাত্র দশ হাজার টাকায় হাজার কিলোমিটার নদী পথ রাজকীয় ইস্টিমারে


 

 

 

ডা. রাজা আমিনুর রহমান

______________________________

মাত্র দশ হাজার টাকায় প্রমত্তা পদ্মা, আড়িয়াল খা, কীর্ত্তণখোলা সহ ২০ নদী পাড়ি দিয়ে প্রায় হাজার কিলোমিটার নদী পথ রাজকীয় ইস্টিমারে প্রথম শ্রেনীতে ভ্রমণ করা সম্ভব। সে অসম্ভবকে আমরা শেবাচিম ( বরিশাল মেডিকেল ) গ্যাং সফল করেছি সম্প্রতি। এই ভ্রমণ ২ রাত ও পূর্ণ দুইদিনের। পুরোটাই থাকা যাবে ইস্টিমারে প্রথম শ্রেনীর কেবিনে। এই খরচের মধ্যে খাবার খরচও ধরা আছে।
সম্প্রতি বৃটিশ রাজকীয় ইস্টিমারে এই ভ্রমণ করার বিরল অভিজ্ঞতা আমাদের হয়েছে। একই ভ্রমণ বাংলাদেশের ট্যুর অপারেটররা আযোজন করেন ইস্টিমারেই। এজন্য তারা নেন জন প্রতি ২৭ হাজার ৫০০ টাকা। অথচ আমরা বরিশাল মেডিকেলের একদল সাবেক বন্ধু দিব্যি ঘুরে এলাম জনপ্রতি দশ হাজার টাকারও কম খরচে। আমার কেরালার রিভার ট্যুর করার অভিজ্ঞতা আছে। এরকম সমমানের ট্যুরে কেরালায় সুলভতম খরচ হবে কম পক্ষে বাংলাদেশের ৫০ হাজার টাকা জনপ্রতি ।

আমাদের শেবাচিম বন্ধু গ্যাংএর সমন্বিত সিদ্ধান্তে ইস্টিমার নদী যাত্রা বৃহস্পতিবার বিকালে শুরু করি । বৃহস্পতিবারের রিভার ফ্লাইটেই একমাত্র একই ইস্টিমারে খুলনা অবধি গিয়ে ঢাকা ফিরে আসা যায় । দু রাত দুদিন পুরোটাই থাকা হল ইস্টিমারে। এজন্য স্টিমার থেকে নামতে হয় না।


প্রথম শ্রেণী কেবিন সীমিত। পুরো প্রথম শ্রেনী ব্লক নিতে পারলে ৫০জন যাওয়া সম্ভব। সেকেন্ড ক্লাস ও ডেক মেলালে ধারণ ক্ষমতা আরও অনেক বেশী। ৩০০ জন সুন্দরভাবে যাওয়া সম্ভব।
সে জন্যে আগে ভুক্তি বুকিং ; আগে নিশ্চয়তা ভিত্তিতে তালিকা প্রনয়ন করতে হবে।

আয়োজন সহজ সরল।
ইস্টিমারে ও ভ্রমণে খাদ্য খর্চা নিজ নিজ রাখা যেতে পারে । তবে আমরা সমন্বিতভাবে করেছি। কেউ যদি কোন ধরণের স্পন্সর করতে চান, সে সুযোগ থাকবে। দুটো ক্ষেত্রে খরচ বেশ কম পড়বে।
দুই বেডের কেবিন ঢাকা বরিশাল খুলনা বরিশাল ঢাকা: ৯হাজার টাকা দুজনের উভয় পিঠ মানে রিটার্ন । কিছুটা কমবেশী হলে পরে সমন্বয় করা যেতে পারে।


ইস্টিমারের ঐতিহ্যবাহী খাবারের ধারা এখনও অব্যাহত আছে। আছে রাজকীয় ডাইনিং। কেরালায় এরকম ডাইনিং কল্পনারও বাইরে। ইস্টিমারের প্রথম শ্রেনীর ডাইনিং রুম ছোটখাট জাহাজের সমান।


চাইলে বিশেষ মেন্যুর ব্যবস্থাও আছে। আমরা তেমনটা করে নিয়েছিলাম।

সামনে সুবিশাল ডেক প্রথম শ্রেনীর। এছাড়া প্রতিটা রুমের সঙ্গে সুপরিসর লন ।

 


এ বিষয়ে বৃটিশ পত্রিকাতেও লেখা হয়েছে এভাবে :
There is a rocket paddle steamer service running six days between Dhaka to Khulna (without Fridays), through the vast rivers of this green delta. It departs at 6.30 PM for Halurhat inland port. The boat has two levels, the front side of the upper class is usually for first class cabins. Double cabins have two single beds, wash basin, fans and light. Single cabins hold the same, just one less bed. Two first-class cabins have a common room with sofa and dining table. But the real attraction of first class is in the front side of the upper deck, sit on the comfy chairs and enjoy the marvels of the Mighty Padma with a cup of hot tea or coffee.

For the second class, rooms are smaller, no bed linens or wash basins. But there are some chairs outside the cabin to view the serenity and divinity of Bangladesh’s most honored rivers. Just look at nature’s impartialities, it doesn’t matter if you are travelling to first or second class, you will get the same things from it. You just have to have the eyes to see.
____________________________

ডা. রাজা আমিনুর রহমান । সাবেক শেবাচিম।

আপনার মতামত দিন:


ভ্রমণ এর জনপ্রিয়