Ameen Qudir

Published:
2016-12-01 16:57:35 BdST

এই পুকুরের পানি শিল্পী অজয়ের কাছে গঙ্গাজলের চেয়েও পবিত্র ! কেন!


 

   যে পানি পন্ডিতের কাছে মহাপবিত্র জল; সেজল মাথায় করে নিচ্ছেন কাকা   সুজিত । 

 

অরবিন্দ পাল

______________________

 

পণ্ডিত অজয় চক্রবর্তী নামেই সারা ভারতবর্ষ জুড়ে পরিচিতি। এসেছিলেন ঢাকাতে সঙ্গীত সম্মেলনে।

মঙ্গলবার গিয়েছিলেন তার বাপের ভিটা ময়মনসিংহ জেলার নান্দাইলের পালাহার গ্রামে। সাথে ছিলেন তার কাকা সুজিত চক্রবর্তী।

তিনি তার ছোট বেলার সব স্মৃতি পণ্ডিতজীকে বুঝিয়ে দিচ্ছিলেন। এক সময় তিনি পুকুরের পানি মাথায় নিয়ে বল্লেন, এ আমার কাছে গঙ্গা জলের চেয়েও পবিত্র।

 


জন্মভিটায় আবেগাপ্লুত পন্ডিত অজয় চক্রবর্ত্তীকে সস্নেহ প্রবোধ কাকার।

 

যত স্মৃতি; ততই বেদনা। কাকা সুজিত চক্রবর্ত্তী তার ভারতখ্যাত ভাতিজাকে খুঁড়ে খুঁড়ে দেখাচ্ছিলেন বাল্যের সব স্মৃতিছবির নিদর্শণগুলো।

 

_________________

লেখক অরবিন্দ পাল । সুলেখক। পেশায় শিক্ষক ।

আপনার মতামত দিন:


ভ্রমণ এর জনপ্রিয়