Ameen Qudir
Published:2017-11-16 18:56:44 BdST
১০০ একর জুড়ে করা বাহুবলী সাম্রাজ্যে পর্যটকদের ভীড়

অনলাইন রিপোর্ট
______________________________
/https://images.anandabazar.com/polopoly_fs/1.703890.1510134726!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
পরিচালক এস রাজামৌলির ছবি ‘বাহুবলী’র রাজকীয় সেটটিকে সংরক্ষণ করা হয়েছে রামোজি ফিল্ম সিটিতে।
/https://images.anandabazar.com/polopoly_fs/1.703887.1510134673!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
এ সাম্রাজ্য একেবারেই কাল্পনিক। তবু তার চোখ ধাঁধাঁনো স্থাপত্য এখন ছুঁয়ে দেখতে পারেন আপনিও। বাহুবলী’র মাহিষ্মতী সাম্রাজ্য। এখন যার আনাচে কানাচে ঘুরে দেখতে পারবেন আপনি। আসুন জেনে নেওয়া যাক সেটা কী ভাবে সম্ভব।
/https://images.anandabazar.com/polopoly_fs/1.703886.1510134650!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
১০০ একরেরও বেশি এলাকায় তৈরি এই সেট বানাতে খরচ হয়েছিল প্রায় ৬০ কোটি টাকা।
এখন ‘বাহুবলী’র বিশাল এই সেটটি পর্যটনকেন্দ্র হিসেবে খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য।
/https://images.anandabazar.com/polopoly_fs/1.703885.1510134608!/image/image.jpg_gen/derivatives/landscape_1035/image.jpg)
রামোজি ফিল্ম সিটিতে ঢুকে মাহিষ্মতী সাম্রাজ্য ঘুরে দেখতে টিকিটের দাম পড়বে ১২৫০ রুপি থেকে ২৩৪৬রুপি পর্যন্ত ।
রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যাবে। আপাতত ১৪ ডিসেম্বর পর্যন্ত টিকিট বুক করা যাবে।
আপনার মতামত দিন:
