Ameen Qudir

Published:
2017-10-05 21:58:34 BdST

মহাচীনে মহাবিস্ময় : ১ লক্ষ দাম চেয়ে দিল তিন হাজারে





অধ্যাপক ডা. মুজিবুল হক

____________________________________

 

চিকিৎসা বিদ্যায় উচ্চ শিক্ষার জন্যে বেশ কয়েক যুগ আগে ভিয়েনা বিশ্ব বিদ্যালয়ে পড়তে গিয়ে দেখি bank পর্যন্ত ১/২/৩ বুঝে না , সত্যি সত্যি।
(আমাদের curriculum অবশ্য ইংরেজি ছিল )।

প্রথম অনেকদিন মনটা আনন্দ হীন ছিল ।


কদিন আগে চীন এর রাজধানী বেজিং গিয়ে যে অনুভুতি হোল , তার সঙ্গে আর কিছুর ই তুলনা চলে না। internet এ অন্য ভ্রমণকারী দের এমনই অভিজ্ঞতা দেখে ভয় ই হচ্ছিল।


কোথাও এক বিন্দু তম ইংরাজি নাই( সে না হয়,নাই হলো) কোনও taxi driver দু এক শব্দও জানে না।এমনকি চীনা ভাষায় লেখা card দেখেও hotel টির নাম পড়তে পারেনি কেউ কেউ। বিস্ময়কর বটেই।


কারো কোনও সহযোগিতার ইচ্ছে নাই, ট্যাক্সি চালক ইচ্ছে করে ভুল পথে নিয়ে বিল বাড়াচ্ছে , একজন ত আমাদের তিন অধ্যাপক কে , গলির ভেতর নিয়ে ২০০$ দাবী (ছিনতাই) করতে চেষ্টা করল।

 

google ,facebook, you tube,আরও যা আছে সব বন্ধ। মনে হয় সত্যজিৎ রায়ের সেই, যত বেশী জানে,তত কম মানে, এই ফর্মুলা এদের ও মনপুত হয়েছে।

১০০০$ ভাঙালে যে ৪৫০০ ফেরত দেবে তার তার মধ্যে ৩০০০৳ ই নকল।


lab aid এর urology র অধ্যাপক জানালেন , তার কাছে ১ লক্ষ দাম চেয়ে ৩০০০ টাকায় , দরাদরির পরে ,অবলীলায় দিয়ে দিল। এ সময় বিক্রেতার কোনও ভাবান্তর ও নাই।


আমরা একটা বড় কম্যুনিস্ট দেশে এমনটা আশা করিনি।
আমরা এসেছিলাম একটা মেডিকেল বিষয়ের বিশ্ব সন্মেলনে।
সেখানে এক তরুণ অধাপক এর সঙ্গে এ নিয়ে আলাপে তিনি বললেন,
we are actually enjoying PRESTIGE of the "left" and PREVILAGE (vices included) of the "right"--
( আসলে আমরা বামপন্থী নামের সন্মানটা আর ডান পন্থীদের সকল সুবিধাবাজী /চালাকি এর দুটোই একত্রে ভোগ করছি) ।

 

এ এক বিরাট সুবিধা, গনতন্ত্র ' 'আছে/নাই'
এসব নিয়ে আওয়াজ নাই।কিতাবেই নাই।
আর taxi driver নিয়ে তিনি জানালেন ,১০ বছর ধরে তিনি বেজিং এ আছেন, আজ পর্যন্ত তিনি মাত্র ৩(তিন) জন taxi driver কে ইংরেজিতে কিছু বুঝাতে পেরেছেন।

 

তবে conference এ চীনা
অধ্যাপকদের presentations গুলো ছিলো, খুবই উন্নত আর আধুনিক। একই presentations দুদিকের screen এ , একটায় ইংরেজিতে,অন্যটি চীনা ভাষায়। অনেক নুতন তত্ত্বে ভরপুর।
মাত্র ক দিন থেকে এত মন্তব্য মানায় না। শুধু অল্পদেখা আভিজ্ঞতা টা বললাম, আর কি।
তবে চীন আধুনিক চিকিৎসা জ্ঞানে ভালই ওয়াকিব হাল, দেখলাম।

____________________________________

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


ভ্রমণ এর জনপ্রিয়