Ameen Qudir
Published:2016-11-29 00:03:59 BdST
পাঁচ বছরের ভারতভিসা , পেশাজীবিদের বিশেষ সুবিধা
ডাক্তার প্রতিদিন
____________________
সহসাই বদলাচ্ছে ভারতভিসার কানুন। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র দিল্লীর বরাতে জানাচ্ছে, বাংলাদেশ নাগরিকদের জন্য ভারতভিসা সহজ হচ্ছে। পাঁচ বছরে ভিসা দেবে নয়া দিল্লী । ই টোকেনের হুজ্জতিও থাকছে না। আর পেশাজীবিরা পাবেন বিশেষ সম্মান। সেই সুযোগ ডাক্তার পেশাজীবিদের বরাতে থাকছেই। কিছুদিনের মধ্যেই এই নয়া নির্দেশনা চালু হচ্ছে।
ভারতীয়
হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা স্বয়ং বলছেন, ভিসা জটিলতার অবসান হবে শিগগিরই। তিনি বলেন, এখন কোনো ব্যক্তি শুধু একা নয়, গোটা পরিবার নিয়ে
যারা নিয়মিত ভারতে যাতায়াত করেন তারা পাবেন আরও সুবিধা।
তিনি জানান, , স্বল্প মেয়াদী ভিসার বদলে পাঁচ বছর মেয়াদী ভিসা দেয়ার চিন্তা করছে তার দেশ। এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি বলেন, কেবল দীর্ঘ মেয়াদি ভিসা নয়, ভিসা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি যেনো কম হয় সে বিষয়টিও নিশ্চিত করা হবে। শিগগিরই বাতিল করা হবে ভোগান্তির ই-টোকেন পদ্ধতি।
প্রতিবছর ভারতে যত দেশ থেকে মানুষ ঘুরতে যায় সংখ্যার বিচারে তারমধ্যে তৃতীয় অবস্থানে বাংলাদেশ।
বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক ডাক্তার সপরিবারে নিয়মিত ভারতভ্রমণ করেন। ভ্রমণ ও শিক্ষা বিনিময় কর্মসূচিতে পেশাজীবিদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছে চিকিৎসকগন।
আপনার মতামত দিন: