Ameen Qudir
Published:2017-03-12 00:43:26 BdST
স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি
ডা:রওশন আখতার জাহান
_____________________________
স্বাধীনতা তুমি বঙ্গ বন্ধুর সোনার বাংলাদেশ
স্বাধীনতা তুমি লাল সবুজের উন্নত বক্ষদেশ
স্বাধীনতা তুমি বাংলাভাষার গর্বের প্রতীক
স্বাধীনতা তুমি রক্তে রাঙানো বেদনা বিধুর মূক
স্বাধীনতা তুমি বাঙালী জাতির অহংকারে গড়া
স্বাধীনতা তুমি সোনার বাংলার ফুলওফলে ভরা
স্বাধীনতা তুমি বাঙালী নারীর উপাধি বীরাঙ্গনা
স্বাধীনতা তুমি স্মরণ কালের বিশাল যন্ত্রণা
স্বাধীনতা তুমি সবুজ শ্যামল ষড়ঋতুর মিলন মেলা
স্বাধীনতা তুমি ষোলকোটি বাঙ্গালীর প্রানের স্বাধীন বাংলা
__________________________________
লেখক ডা:রওশন আখতার জাহান । Worked at Dist. Family Planning Office, Kishoreganj.
Studied at Rangpur Medical College
আপনার মতামত দিন: