Ameen Qudir

Published:
2017-02-27 03:39:01 BdST

বই বের হয়নি: তাই বলে কি বইমেলায় যাবো না !


 

 

শক্তিমান লেখক মইনুল আহসান সাবের ভাইয়ের সাথে বইমেলায় দেশের অগ্রগন্য লেখক অধ্যাপক ডা. তাজুল ইসলাম ।

 

 


অধ্যাপক
ডা.মো. তাজুল ইসলাম

________________________________

বই বের হয়নি
তাই বলে বইমেলায় যাবো না !
সাধারনত আমি বিজ্ঞান ভিত্তিক বই বেশী কিনি।কিন্তু এবারের মেলায় নতুন তেমন বই পেলাম না।তাই যা কিনেছি তার একটি শর্ট লিস্ট:
১। দ্য ক্লাশ অব সিভিলাইজেশন- স্যামুয়েল পি. হান্টিংটন-- সম্ভবত শতাব্দীর সবচেয়ে আলোচিত বই
২। উত্তরাধুনিকতা - রতন তনু ঘোষ
৩। একজন কমলালেবু-এবারের বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত শাহাদুজ্জামান-( আমরা একই মেডিকেল কলেজের ছাত্র ছিলাম)। জীবনানন্দ দাসের আত্মজীবনী ও আত্মজৈবনিক উপন্যাসের মিশেল এটি।সে জন্যই আগ্রহ বেশী sahaduz zaman
৪। পরানের গহীন ভিতরে সৈয়দ শামসুল হক- বাংলা একাডেমী
৫। কথা সামান্যই ( মূলত অসামান্য কথা)- সৈয়দ শামসুল হক
৬। গদ্য সমগ্র -২: নির্মলেন্দু গুন
৭। বিজ্ঞানের দর্শন
৮। দ্য ট্রাভেলস অব মার্কো পলো- ম্যানুয়েল কোমারফ
৯। চেঙ্গিস খান- হ্যারল্ড ল্যাম্ব
১০। হিউয়েন সাঙের দেখা ভারত- প্রেমময় দাসগুপ্ত
১১। বাবর দ্য টাইগার- হ্যারল্ড ল্যাম্ব
১২। আকবরনামা- ফ্রেশুইট পাদ্রী
১৩। খুশবন্ত সিং ১ ও ২ - আন্দালিব রাশদী
১৪। আত্মজীবনী - ভাই গিরিশ চন্দ্র সেন
১৫। ইউরোপের ইতিহাস - এইচ এন ফিশার
১৬। হিব্রু থেকে ইহুদি
১৭। এ গাইড টু আন্ডারস্ট্যান্ডিং ইসলাম- ইয়াহিয়া এমেরিক
১৮। দার্শনিক প্রশ্নাবলী- রমেন্দ্র ঘোস
১৯। নির্বাচিত রস রচনা এবং

২০। আধুনিক মধ্যপ্রাচ্য-
এবং আরো কিছু বই
" বই পড়ুন- জীবন আলোকিত করুন"
" বড়ুয়ার চেয়ে পড়ুয়া ভালো"

___________________________________

অধ্যাপক
ডা.মো. তাজুল ইসলাম: দেশের অগ্রগন্য লেখক । কলামিস্ট। সোশ্যাল সাইকিয়াট্রিস্ট। অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইকিয়াট্রি বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।

আপনার মতামত দিন:


মন জানে এর জনপ্রিয়