Ameen Qudir
Published:2017-02-23 18:31:09 BdST
শহীদ বেদী পদদলনকারী এরা কারা !
আহির ফাহিয়ান বুবকা
________________________________
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ কি অশ্রদ্ধা ও পদদলন।
আর তা করছেন কথিত জাতির বিবেক সাংবাদিকগন।
অকল্পনীয় এই দৃশ্য। প্রতি বছরই এই অশ্রদ্ধা ও পদদলন ঘটে। কিন্তু কোন ব্যবস্থা গ্রহন হয় না। । শহীদ স্তম্ভে , বেদীতে এটা কিভাবে তারা করেন। মিডিয়ার লোকজন দের শ্রদ্ধাঞ্জলি এভাবেই কি হয়ে থাকে দেশে আনাচে কানাচে ।
এই পদদলনের প্রতিবাদে সারা দেশ থেকে ডাক্তার ও পেশাজীবীদের বেশ কিছু প্রতিবাদী মেল আমরা পেয়েছি। ছবি পাঠিয়েছেন অনেকে। তারা বলছেন ,
সবাইকে জ্ঞান দেন যারা , তারা নিজেরা কি ন্যুনতম মর্যাদা দেন । প্রতিবছর স্যোশাল মিডিয়ায় তাদের এই কুকর্ম নিয়ে লেখা হয়। তারপরও তাদের শিক্ষা হয় না।
এই অশ্রদ্ধাকারীদের কাছে জাতি কি শিখবে।
তখন দেখেন কে তার পায়ে জুতা খুলে রাখছেন কিনা
সাংবাদিকরা তো শিক্ষিত । তারা তো রাজনৈতিক কর্মীদের মত মারমুখো ও মারকুটে নন। তারা কেন বেদীতে জুতা পায়ে উঠবেন। তাই
অামরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
______________________________
আহির ফাহিয়ান বুবকা । নির্বাহী সম্পাদক , ডাক্তার প্রতিদিন।
আপনার মতামত দিন: