Ameen Qudir

Published:
2017-02-13 18:22:25 BdST

অভিনন্দন অধ্যাপক ডা. মাহমুদ হাসান স্যার


 

ডা. সুলতানা আলগিন
_______________________________

অভিনন্দন জানাই অধ্যাপক ডা. মাহমুদ হাসান স্যার । বাংলাদেশের সর্বোচ্চ সম্মান একুশে পদক পাওয়ায় আমরা সবাই অানন্দিত। আপনাকে জানাই দেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে সম্মান ও শ্রদ্ধা।

আপনি অামাদের চিকিৎসক পরিবারের গৌরব। অাপনি সবসময় মর্যাদার সর্বোচ্চ স্থানে থেকে ডাক্তারদের সুখ দু:খ নিয়ে লড়াই করেছেন। দেশের স্বাস্থ্যসেবা সেক্টরকে সম্মানের জায়গায় নিয়ে গেছেন।

অাপনি মানবসেবার কাজে সর্বদা ব্রতী। অাপনার কাজকে অনুপ্রেরণা ধরেই আমরা সবাই নিজেদের মানবসেবার মহান পেশায় নিয়োজিত রেখেছি।

 

সমাজসেবায় “একুশে পদক-২০১৭” এর জন্য রাষ্ট্র আপনাকে মনোনীত করায় জ্যেষ্ঠ চিকিৎসক ,পেশাজীবী নেতা থেকে তরুণ ডাক্তার পর্যন্ত অানন্দিত ও উৎফুল্ল।

প্রখ্যাত পেশাজীবী নেতা অধ্যাপক ডা,. ইকবাল আর্সালান আনন্দবার্তায় বলেছেন,

"আমি আনন্দিত আমি আপ্লুত, অধ্যাপক মাহমুদ হাসান, প্রাক্তন সভাপতি বিএমএ, ২১ শে পদকের জন্য নির্বাচিত হয়েছেন । অভিন্দনন অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান ।"

 


রোদ্দুর ডা.নূরুল হুদা খান প্রকাশ করেছেন অনন্য এক শ্রদ্ধাঞ্জলি।

আপনার ছবির নীচে তার শ্রদ্ধার বানী হল,
·

""ছবিতে আমরা এমন একজনকে দেখতে পাচ্ছি যিনি:

১.বাংলাদেশের সেই দুর্লভ অধ্যাপকদের ১জন যিনি গ্র্যাজুয়েট রেফারেল ছাড়া রোগী দেখেননা।
২.সকাশে কথা বলতে গিয়ে শুনেছি উনি এমবিবিএস ছাড়া ডা. লেখার প্রতিবাদি

৩.সেজন্য তাদের কোন অনুষ্ঠানে ন/গড্ডলিকা রাজনীতিতে তাঁকে দেখা যায় না

৪.ডাক্তার/অতীবদরিদ্র হয়ে তাঁকে ভিজিট দিতে গেলে অপ্রীতিকর অবস্থায় পড়তে পারেন

৫.বুদ্ধিজীবি নিধনতালিকায় রাওফরমানের কলমে লেখা ছিল তাঁর নামও

৬.প্রচারবিমুখতা তাঁর অন্যতম বিশিষ্টতা

৭.উনিই যে ২/৩মাস আগ পর্যন্ত বিএমএর সভাপতি ছিলেন তা অনেক চিকিসৎকই জানেন না।
তাঁকে চিকিৎসকদের তাজউদ্দিন বলা যায়।

একুশে পদক আপনাকে পেয়ে গর্বিত হবে প্রিয় মাহমুদ হাসান স্যার । ""

__________________________

ডা. সুলতানা আলগিন , সম্পাদক , ডাক্তার প্রতিদিন ।
সহযোগী অধ্যাপক , মনোরোগ বিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়