SAHA ANTAR

Published:
2020-12-19 01:33:27 BdST

ফার্স্ট বয়, প্রফেশনালে অনার্স,প্রথমবারেই এফসিপিএস ও সরকারী চাকুরী পাওয়া ডাক্তার ঝরে গেল


 

ডেস্ক
____________________

মেডিকেল স্টুডেন্ট হিসেবে ছিলেন ফার্স্ট বয়, প্রফেশনাল পরীক্ষায় অনার্স পাওয়া, একবারে এফসিপিএস এ চান্স , প্রথমবারেই সরকারী চাকুরী! নক্ষত্রসম সেই তরুণ মেধাবী ডা. দীপঙ্কর পোদ্দার অকালেই ঝরে গেলেন। নির্মম ,কয়েক সেকেন্ডের দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ।
অথচ বেঁচে থাকলে হাজারও রোগীর জীবনে দিতে পারতেন নয়া প্রাণের স্পন্দন; তিনিই অকালেই প্রয়াত হলেন সবাইকে কাঁদিয়ে। চিকিৎসক হিসেবে নাইট ডিউটি করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
ডা. নুরুল কাইউম এমডি মুরসালিন শোকবার্তায় জানান, নক্ষত্র গুলো অকালে ঝরে পড়ছে !
ডা. দীপঙ্কর পোদ্দার , জে আর আর এমসি ১৬:
দুর্ভাগ্য রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ।
দুর্ভাগ্য আমাদের মতো শিক্ষকদের ।
ফার্স্ট বয়, প্রফেশনাল পরীক্ষায় অনার্স পাওয়া, একবারে এফসিপিএস এ চান্স , প্রথমবারেই সরকারী চাকুরী!
সব ফেলে, নিজেদের চোখের সামনে ক্যারিয়ার গড়তে কয়েক ধাপ এগিয়ে থাকা ছেলেটি অকালেই ঝরে গেল ।
মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, মাত্র কয়েক সেকেন্ডের দুর্ঘটনা কেড়ে নিলো সজীব সতেজ প্রাণ !


ডা. তুহিন বড়ুয়া তমাল জানান,

আমার মেডিকেলের ছোট ভাই ডা. দীপঙ্কর পোদ্দার আর নেই।
চিকিৎসক হলো। এফসিপিএস এর ট্রেণিং এ থাকা অবস্থাতেই বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিলো। তারপরেই থেমে যেতে হলো?
এই ছোট সবুজ গোলক টা বড় বেশি নিষ্ঠুর।
তার ছোট্ট পুতুলের মতো মেয়েটি, স্ত্রী আর বাবা-মা কিভাবে বাকি জীবন কাটাবেন?
আমার এক আত্মীয়ের বাচ্চাকে দেখছিলো দীপঙ্কর। আমি গলা চড়িয়ে গর্ব নিয়ে উনাকে বললাম এই ছেলে তার ব্যাচের ফার্স্ট বয়। অসাধারণ মেধাবী ছেলে। নিশ্চিন্তে বাচ্চা রাখেন তার কাছে।
এরকম উজ্জ্বল ছেলে, নম্রতায় ভদ্রতায় যার তুলনা মেলা ভার, তাকে হারানোর বেদনা আমাদের অস্থির করে তুলছে।
মানা যায় না, মানা যায় না। অহ দীপঙ্কর।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়