Ameen Qudir
Published:2019-01-12 22:40:05 BdST
লোকসেবাপ্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত !
ডেস্ক
______________________
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা হতে যাচ্ছেন উপমহাদেশের একজন সেরা চিকিৎসাসেবী অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত। খবর বিশ্বস্ত সূত্রের। কয়েক মাস আগে ডাক্তার প্রতিদিন এই সম্ভাবনার কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। তিনি এখন রোগী সেবার পাশাপাশি লোকসেবা জনসেবার প্রতীক। নিজেকে সম্পূর্ণ নিয়োগ করেছেন তৃণমূল মানুষের সেবায়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয়া হয়েছিল। তিনি দুটি টার্ম অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। বদলে দেন চিকিৎসা সেবার খোলনলচে। তার অনুসৃত পথেই বিএসএমএমইউ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহৃদয় পৃষ্ঠপোষকতায় বিশ্বমানের হাসপাতালে রুপান্তর হচ্ছে।
অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত রাজনীতিতে সক্রিয়। তার মতে, রাজনীতির মাধ্যমে সেবাকে আরও মানবমুখী করা যায়।
তিনি কুমিল্লার একটি আসন থেকে মনোনয়ন চেয়েও পাননি। দুই মেয়াদে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেন। তাকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা করার চিন্তাভাবনা চলছে বলে একটি সূত্র জানিয়েছে।
আপনার মতামত দিন: