Ameen Qudir

Published:
2017-02-03 19:17:41 BdST

লোভী ডাক্তার নিয়ে প্রশ্নে এক মেধাবী পরীক্ষার্থীর উত্তর





ডা. তরফদার জুয়েল
___________________________

শিক্ষা_লোভ_মনুষ্যত্ব ।

আমি একজন এসএসসি পরীক্ষার্থী। আমার বাংলা প্রথম পত্র পরীক্ষায় শিক্ষা, লোভ ও মনুষ্যত্ব নিয়ে একটি প্রশ্ন এসেছে। যেখানে লোভ ও মনুষ্যত্ব এর সংজ্ঞা দেয়া আছে।

#লোভ-
অভাব-দারিদ্র্য দূর হয়ে গাড়ি-বাড়ি হবার পর টাকা-পয়সার পিছনে ছোটাকে লোভ বলে।

#মনুষ্যত্ব-
জীবনধারণের জন্য প্রয়োজনীয় অর্থ রেখে বাকি অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করাই হল মনুষ্যত্বের পরিচয়।

#লোভী_ব্যক্তির_উদাহরণ-
১) ডাক্তার:
তারা গাড়ি-বাড়ির মালিক হবার পরেও টাকার পিছনে ছোটে, দিনরাত রোগি দেখে না হয় অপারেশন করে আর জনগণের টাকা নিয়ে গিয়ে ব্যাংকে রাখে। মৃত্যুর আগ পর্যন্ত টাকা কামাই করার ধান্দা করে।

অনুরূপভাবে -

২) ইঞ্জিনিয়ার:
তারা লোভী, কারণ তারা গাড়ি-বাড়ির মালিক হয়ে ব্যাংকে টাকা জমানোর পরেও কাজ করেন ও বিনা পয়সায় কোন কাজ করে না।

৩) আইনজীবী:
আইনজীবীরাও লোভী। কারন অনেক আইনজীবীর গাড়ি-বাড়ি থাকার পরেও ওকালতি করেন ও প্রত্যেক মামলা লড়ার জন্য টাকা নেন।

৪) ব্যবসায়ী ও শিল্পপতি:
এরাও লোভী। কারণ- অনেক মানুষ গরীব ঘরে জন্মে নিজের চেষ্টায় ব্যবসা করে ধনী হয়েছেন। অভাব দূর হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে কিন্তু তার পরেও তারা তাদের নিজের নামে বিভিন্ন গ্রুপ খুলে ব্যবসা করছেন। ব্যবসায় লাভের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে নিজের নামে, তার পরিবারের অন্যের নামে জমা করছেন।

৫) সরকারি চাকুরি থেকে অবসর নিয়ে পেনশনের লাখ লাখ টাকা পাবার পরেও যারা টাকার লোভে বেকার যুবকদের বঞ্চিত করে নিজে আবার কোন নতুন চাকুরি করে।

৬) আরো যারা গাড়ি-বাড়ি থাকার পরেও টাকার পেছনে ছোটেন।

#সকল_মানুষের_মাঝে_মনুষ্যত্ব_বিকাশের_উপায়
যারা অনেক অর্থের মালিক, তারা জীবনধারণের জন্য প্রয়োজনীয় অর্থ রেখে বাকি টাকা জনকল্যাণে ব্যয় করবেন ও গাড়ি-বাড়ি থাকা সাপেক্ষে-

১) সকল ডাক্তার ফ্রি চিকিৎসা দিবেন,

২) ইঞ্জিনিয়ারগণ ফ্রি কাজ করবেন,

৩) আইনজীবীরা ফ্রি ওকালতি করবেন,

৪) ব্যবসায়ীরা তাদের অর্থ জনকল্যাণে দান করবেন,

৫) বিভিন্ন কোম্পানির মালিকেরা তাদের কোম্পানিতে যা লাভ হবে, তা ওই কোম্পানির কর্মচারিদের মাঝে বিলি করে দিবেন এবং দেশে ব্যক্তি মালিকানাধীন কোন প্রতিষ্ঠান থাকবে না। সব রাষ্ট্রীয় মালিকানাধীন হবে ও সমস্থ আয় দেশের মানুষের মাঝে সমানভাবে বন্টন করে দেয়া হবে।

৬) সরকারি চাকুরি থেকে অবসর নিয়ে লাখ লাখ টাকা পাবার পরে কেউ আর কোন নতুন চাকুরি করতে পারবে না। কারন এটা অমানবিক। তিনি ওই চাকুরি না করলে একজন বেকার যুবক ওই চাকুরি করতে পারবে।

উপসংহার:
জীবনধারণের জন্য প্রয়োজনীয় অর্থের বাহিরে কেউ অর্থ উপার্জন করলে তাকে লোভী বলা হয়। সুতরাং কারো দুইটা গাড়ি আর দুইটা বাড়ি থাকলে তিনি যেন মনুষ্যত্বের পরিচয় দেয়ার জন্য একটা গাড়ি ও একটা বাড়ি, যার গাড়ী- বাড়ি নাই তাকে দান করে দেন।
ইতি
"এসএসসি পরীক্ষার্থী,
২০১৭ সাল"

__________________________________

লেখক ডা. তরফদার জুয়েল । সুলেখক।
Honorary Medical Officer at Dhaka Medical College & Hospital
Studies Surgery at Bangladesh College of Physicians and surgeons
Studied MBBS. at Rajshahi Medical College

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়