Ameen Qudir

Published:
2019-09-22 22:32:37 BdST

বাংলাদেশের অন্যতম সেরা চিকিৎসকের সন্ধানে: চর্ম ও যৌন রোগ: ঠিকানা চেম্বার জরুরি তথ্য



ডেস্ক
__________________

 

ডাক্তার প্রতিদিনের অফিস নম্বরে , মেলে, এবং পেজ ও গ্রুপে প্রতিদিন শত পাঠক জানতে চান , অমুক রোগের সেরা চিকিৎসক কে! কোথায় বসেন। ঠিকানা কি । বেশীর ভাগ পাঠক অনুনয় বিনয় করেন, তথ্য জানতে। সকলের দরকার বাংলাদেশের সেরা চিকিৎসককে। এই প্রশ্নের জবাব দিতেই চালু হল এই কলাম।
আমরা চেষ্টা করব পাঠকদের আগ্রহের ভিত্তিতে সপ্তাহে একাধিক সেরা চিকিৎসকের নাম ঠিকানা ছবি চেম্বারের নানা তথ্য দিতে।
আমরা সবচেয়ে বেশী আগ্রহী রোগী বা স্বজনদের ফোন ও মেল পাই চর্ম যৌন রোগের ব্যাপারে। তাই এই কলাম এই রোগ দিয়ে শুরু হল।


চর্ম যৌন রোগের নিরাময়ে বাংলাদেশের অন্যতম সেরা চিকিৎসক হলেন অধ্যাপক ডা. মুজিবুল হক স্যার।
তিনি বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক। লাখো রোগী তাঁর সেবায় ধন্য।
তিনি দীর্ঘকাল ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগের বিভাগীয় প্রধান ছিলেন। পরে অবসরে যান। তিনি অক্লান্ত রোগী সেবক।
তিনি বসেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে।
অধ্যাপক ডা. মুজিবুল হক বাংলাদেশের জেষ্ঠ ও প্রথিতযশ স্কিন অ্যান্ড সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট। তিনি দীর্ঘদিন অমল ধবল সুনামের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের যৌন ও চর্মরোগ বিভাগীয় চেয়ার পারসন হিসেবে গুরুদায়িত্ব পালন করেন।
______________________

 

তাঁর ঠিকানা ও চেম্বার
অধ্যাপক ডা. মুজিবুল হক।

 

MBBS (Dh), FCPS, FRCP, DDV (Dhaka), DDV (Vienna).Former Professor & Head, Dept. of Dermatology, Dhaka Medical College & Hospital (DMCH).

 

Dermatologist and Sexual Medicine specialist. Also in Skin Allergy and Male Infertility.

 

Chambers

Popular Diagnostic Center Ltd., Dhanmondi Br., H# 16, Rd# 2, Building-1, Room-501, Dhanmondi, Dhaka


যোগ : Hotline (Dhanmondi)
+880 9613787801

 

Address: Popular Diagnostic Centre Ltd. (Dhanmondi Branch)
HOUSE # 16, ROAD # 2, DHANMONDI, DHAKA-1205.
Phone: +880 9613787801
Email: [email protected]
Email
[email protected]
_______________________

 

তিনি এফসিপিএস, এফআরসিপি (যুক্তরাজ্য), ডিডিভি (অস্ট্রিয়া) । মর্যাদা , ভালবাসা ও সম্মান পেয়েছেন শিক্ষা ও শিক্ষকতা জীবনের নানা ধাপে। প্রাতিষ্ঠানিক শিক্ষকতার জীবন থেকে অবসরের পর রোগীসেবায় নিয়োজিত আছেন। লাখো রোগী তাঁর সেবায় সুস্থ হয়েছে। আন্তর্জাতিক পরিমন্ডলে উচ্চ প্রশংসা পেয়েছে তার অনেকগুলো গবেষণা । হাজারো শিক্ষার্থী তার কাছে পেয়েছে সুশিক্ষা। তার ছাত্রছাত্রীরা বর্তমানে শিক্ষক চিকিৎসক অধ্যাপক হিসেবে সুপ্রতিষ্ঠিত।

 

অধ্যাপক ডা. মুজিবুল হক চিকিৎসা সেবা শিক্ষকতা গবেষণা আন্তর্জাতিক খ্যাতি , মানবসেবায় অনন্য জীবনব্যপী ভূমিকার জন্য বাংলাদেশ একাডেমী অব ডার্মাটোলজি'র লাইফ টাইম এচিভমেন্ট সম্মাননা পেলেন। বাংলাদেশ একাডেমী অব ডার্মাটোলজি: বিএডি সম্প্রতি বাংলাদেশের প্রথিতযশ জেষ্ঠ চিকিৎসক শিক্ষকদের জীবনকর্মের জন্য এই মহতী সম্মাননা প্রদান করে আসছে। ১১ সেপ্টম্বর ২০১৯ ঢাকার এক তারকা হোটেলে বাংলাদেশ একাডেমী অব ডার্মাটোলজি তাদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে এক আনন্দ ঘন পরিবেশে বিপুল করতালি ও সম্মানের সঙ্গে অধ্যাপক ডা. মুজিবুল হককে এই সম্মান জানায়।
______________________________

 

সম্পাদকীয় নোটস:
সম্মানিত চিকিৎসক বৃন্দ, শুভেচ্ছা। ডাক্তার প্রতিদিনের এই নিয়মিত কলামে অংশ নিতে হলে আপনারা আপনার নাম, চেম্বার ঠিকানা, মেডিকেল ডিগ্রি সমুহের বিবরণ, পেশাগত অবস্থান, পুরস্কার ট্রেনিংসহ যাবতীয় তথ্য নিচের মেল ঠিকানায় পাঠাতে পারেন। আমরা বিস্তারিত খোঁজ নিয়ে তা প্রকাশ করব।
এই কলামের যাবতীয় কাজ ইমেল নির্ভর। কোন টেলিযোগ বা মোবাইলফোন যোগের ব্যবস্থা নেই।
#এটা কোন বিজ্ঞাপণ নয়। কোন খরচ নেয়া হয় না।
কোনরকম অর্থ লেনদেন কোন অবস্থাতেই নেই।
কোন প্রতারক যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে , তাকে প্রশ্রয় দেবেন না।প্রতারককে বিতাড়িত করুন।
আপনার তথ্য পাঠান : ই-মেইল: [email protected]

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়