SAHA ANTAR

Published:
2021-06-19 15:24:42 BdST

কাজের মধ্যে থেকেই মৃত্যুর সঙ্গে দেখা করতে চাই,জীবনমুখী প্রতিজ্ঞা হোক সকলের


 


প্রফেসর ডা সুলতানা আলগিন
সাইকিয়াট্রিস্ট, কনসালটেন্ট, ওসিডি ক্লিনিক ও জেরিয়াট্রিক ক্লিনিক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,ঢাকা
__________________________________

দিলারা জামান বাংলাদেশের মা। জন্মদিনে এই জননীর জন্য ভালোবাসা।

একজন বাঙালি মায়ের চিরায়ত মুখ তিনি। ৭৯ বছরে পা দিয়ে তিনি জীবনমুখী চিত্তে দৈনিক প্রথম আলোকে বললেন,
আমার ইচ্ছে, কাজের মধ্যে থেকেই মৃত্যুর সঙ্গে দেখা করতে চাই। অভিনয় করতে করতে মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। যে যাই বলুক না কেন, যতই ব্যাকডেটেড বলুক না কেন, আমি আমার অভ্যাস থেকে বের হতে পারব না। যার জন্য আমেরিকা ও কানাডায় থাকা মেয়েরা আমাকে সব সুযোগ-সুবিধা দিয়ে রাখার পরও
নিজের দেশ, মাটি, অভিনয়ের টানে ফিরে এসেছি।

তিনি অসাধারণ কথাই বললেন। কাজই হওয়া উচিত আমৃত্যু আরাধনা।
এমন প্রত্যাশা সুস্থতার সহায়ক।
এমন আশার মধ্যে আছে সুস্বাস্থ্যের অনুভূতি ও আশ্বাস।

 

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়