SAHA ANTAR

Published:
2021-06-14 16:22:06 BdST

অধ্যাপক ডা.মামুনের মাইক্রোস্কোপিক সার্জারি আজ, সকলের প্রার্থনা কামনা


সস্ত্রীক ডা মামুন। তাঁর ওয়াল থেকে নেয়া।

অন্তর সাহা
________________

রাজশাহী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান
অধ্যাপক ডা.মামুন হুসাইনের মাইক্রোস্কোপিক সার্জারি হবে আজ ১৪ জুন।
 তাঁর সুস্থতার জন্য সকলের প্রার্থনা ও শুভ শুভকামনা চেয়েছেন বাংলাদেশের চিকিৎসক সমাজ।

এ বিষয়ে ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন এক সুস্থতা কামনায় জানান, অধ্যাপক ডা মামুন হুসাইন ভাই বাংলাদেশের লোক সেবী মনোরোগ চিকিৎসক। সজ্জন, সুশীল, সদালাপী।
তিনি কথাসাহিত্যিক হিসেবে বাংলাদেশের বাংলা একাডেমি লরিয়েট। খুব ভাল মানুষ।
আমরা সবাই তাঁর জন্য প্রার্থনা করছি। আপনারা সবাই করবেন, এই প্রার্থনা করি। অচিরেই তিনি পূর্ণ সুস্থ হয়ে লোকসেবায় নিয়োজিত করবেন নিজেকে।

 

বাংলাদেশের বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও বাংলা একাডেমি লরিয়েট লেখক অধ্যাপক ডাঃ মোহিত কামাল
আসুন, সবাই দোয়া করি শিরনামে লিখেছেন,

" আমাদের সবার প্রিয় সাইকিয়াট্রিস্ট, শিক্ষক,কথাসাহিত্যিক অধ্যাপক ডা.মামুন হুসাইন ,রাজশাহী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধানের মাইক্রোস্কোপিক সার্জারি হবে আজ ১৪.০৬.২০২১ ইং।
তিনি পিএলআইডি সমস্যায় ভুগছিলেন।
নিউরোসার্জন ড. রাজিউল হকের তত্ত্বাবধানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তাঁর এ অপারেশনটি হবে।
আসুন, আমরা সবাই দোয়া করি অধ্যাপক মামুনের সফল অপারেশন ও রোগমুক্তির জন্য।
"
নিবেদক
অধ্যাপক মোহিত কামাল
সহ সভাপতি
বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়