SAHA ANTAR

Published:
2021-03-17 17:19:39 BdST

বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা


 

ডা দীপাল কে অধিকারী 

---------------------------------

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী, ইতিহাসের রাখাল রাজা, যার জন্ম না হলে আজ এই দেশই পেতাম না আমরা; সেই মহানায়ক জাতির পিতার আজ  জন্মবার্ষিকী। পচাত্তরের ১৫ই আগষ্ট সারাদিন কেঁদেছিলাম; তখন আমি পন্চম শ্রেনীতে পড়ি; রাসেল আমার সমবয়সীই ছিলো; আমার পিতা এবং জাতির পিতা একই বছর জন্মেছিলেন। তাই বিশেষ নৈকট্য বোধ করতাম মনে মনে; কিইবা এমন বয়স হয়েছিলো চলে যাবার? জাতির কত কিছু পাওয়ার ছিলো তাঁর কাছ থেকে। কিন্তু আজ কাঁদতে আসিনি। হে মহান পিতা, "তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি"। আজ এই দিনে গভীর শ্রদ্ধাভরে প্রণতি জানাই তোমায়।

ডা অসিত বর্দ্ধন লিখেছেন,
১৯৪৭ সাল থেকে ধীরে ধীরে তার সমস্ত সিনিয়র রাজনীতিবিদ দের ছাপিয়ে স্বাধীনতার সংগ্রামের মহানায়ক হয়ে ওঠেন শেখ সাহেব থেকে বঙ্গবন্ধুতে পরিণত হওয়া শেখ মুজিবর রহমান।
স্বাধীনতার পরের সমস্ত রাজনীতি আবর্তিত হয়েছে তাকে ঘিরেই। আজও তা চলছে। তার নামের পাশে নিজের নাম জুড়ে কেউ কেউ পাদ প্রদীপের আলোয় উঠে এসেছেন , অথবা নিজের জায়গা বানাতে তার বিরোধিতায় নেমেছেন কেউ কেউ।

অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে তিনিই এখনো শেষ কথা।
তার জন্মদিনে মাতম তোলা সবাই যদি সত্যি সত্যি তার আদর্শ ধারণ করতেন, তাহলে আজ আরও উন্নত বাংলাদেশ দেখা যেত !

প্রকৌশলী ভজন সরকার লিখেছেন,

মার্চ ১৭ বাংলার অবিস্মরণীয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। মুজিববর্ষে গভীর শ্রদ্ধা এই মহান নেতার প্রতি।

কালের দুখাই ( বংগবন্ধু শেখ মুজিব স্মরণে চতুর্দশপদী)

কাঁপানো শীতের রাতে খেসারীর মাঠে একা একা
হেঁটে গেছে কুয়াশার পায়ে এক কালের কিশোর
দুরন্ত দস্যুতা ছিলো, মনে ছিলো বাসনা দুর্জয়
বালি জ্যোৎস্নার মৃদু অন্ধকার ফেরাতে পারেনি
তাঁকে। কিংবা শিশিরের জলে গলেনি কষ্টের নদী।
আহবান ছিলো তাঁর মাঠের ওপারে বাঁধা ঘর
বর্তমান তুচ্ছ ছিলো ইতিহাস ডেকেছিল দূরে
খালি পায়ে নেমে গেছে মধ্যমাঠে শীতের শিশিরে।

ঠিকানা কোথায় ছিলো বোঝা ভার কিন্ত ছিলো তাঁর
পায়ের স্বর্ণালী ছাপ ছোপ মারা ঈগলের ক্ষুর
ভিতরে নক্ষত্র ছিলো সারারাত তারার আকাশ।
ঠিকানা কোথায় ছিল বোঝা ভার কিন্ত ছিল সব
বর্তমান তুচ্ছ ছিল ভবিষ্যৎ ডেকেছিল তাই
খালি পায়ে নেমে গেছে মধ্যমাঠে কালের দুখাই ।

( ভজন সরকার । নিউ পল্টন, ঢাকা )

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়