SAHA ANTAR

Published:
2021-03-09 19:03:12 BdST

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের মহা লড়াইয়ে অগ্রণী তিন নারী চিকিৎসক


ডা সাবরিনা ফ্লোরা 

ডেস্ক

------------------------

করোনার বিরুদ্ধে মহা লড়াইয়ে বাংলাদেশে সবার যে প্রতিষ্ঠান, তার নাম স্বাস্থ্য বিভাগ। 

সেই স্বাস্থ্য বিভাগের মহারণে অগ্রণী তিন নারী চিকিৎসক। 

ডা সাবরিনা ফ্লোরা, ডা নাসিমা সুলতানা, ডা তাহমিনা শিরিন।

তাদের অতুলনীয় কর্মদক্ষতার প্রতি সম্মান জানিয়েছেন বাংলা দেশের স্বাস্থ্য আচার্য অধ্যাপক ডা শুভাগত চৌধুরী।  তিনি বলেন, 

নারী দিবসে একজন দক্ষ আর সৎ আর স্বাস্থ্য বিভাগের উচ্চ পদস্থ একজন নারী কর্মকর্তা  অধ্যাপিকা নাসিমা সুলতানা। তাদের পথে চলার সংগ্রাম   অনেক নারীর মনে সাহস আর আশার সঞ্চার করবে।  স্বাস্থ্য বিভাগে তিনি অতিরিক্ত মহা পরিচালক আর একজন অতিরিক্ত মহাপরিচালক ডক্টর সাব্রিনা ফ্লোরা আর আই ই ডি সি আরের প্রধান অধ্যাপক তাহ মিনা শিরিন একজন নারী ।এবং তিনজনই চিকিৎসক ।

ক্লিনিক্যাল বায়ো কেমিস্ট্রি , ভাইরলজি আর জনস্বাস্থ্যে বিশেষজ্ঞ আর ড সাব্রিনা ফ্লোরা কেমব্রিজ বিশ্ব বিদ্যালয় থেকে ডক্টরেট ।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়