SAHA ANTAR
Published:2020-11-30 01:11:09 BdST
এমআরসিপি পার্ট ২ : ১০০০ মার্কের মধ্যে ৯০৬ নাম্বার পেলেন ডাঃ মাহমুদুল হক জেসি
ডেস্ক
___________________
এমআরসিপি পার্ট-২ পরীক্ষায় ১০০০ মার্কের মধ্যে ৯০৬ নাম্বার পাওয়া ডাঃ মাহমুদুল হক জেসি।
তার সহপাঠ ডা. মেজবাহ্ চৌধুরী জানান,
এমআরসিপি পার্ট-২ পরীক্ষায় ১০০০ মার্কের মধ্যে ৯০৬ নাম্বার পাওয়া ডাঃ মাহমুদুল হক জেসিকে অভিনন্দন। কাকতালীয়ভাবে আমরা ডিএমসিতে একই ব্যাচের ছাত্র ছিলাম। এর বাইরে তার এই সাফল্যে আমার কোন ধরনের অবদান নাই। মাঝে মধ্যে ইনবক্সে চ্যাট হয় আমাদের; এর বাইরে আমাদের তেমন কোন ঘনিষ্ঠ সম্পর্কও নাই।
তার এই সাফল্য অনেকের কাছে অবাক করা বিষয় হলেও আমরা যারা তাকে চিনি বা জানি তাদের কাছে খুবই স্বাভাবিক মনে হচ্ছে। কারণ এরকম কলিজা কাপানো ফলাফল সে এই প্রথম করছে ব্যাপারটা এমন না। ডিএমসির বিভিন্ন বিষয়ের অধ্যাপকরা মাহমুদুল হকের ছাত্রাবস্থা থেকেই ভূয়সী প্রসংশা করে আসছে। কনভেনশনাল পরীক্ষা পাসের দিকে খেয়াল না করে শুধু নিজের জ্ঞানের ক্ষুধা মেটানোর জন্যই সে তার জীবনের শতকরা ৬০ ভাগ সময় ব্যয় করেছে।
তাকে শুধু ট্যালেন্টেড বললে তার পরিশ্রমী এবং হার না মানা মানসিকতাকে অপমান করা হবে। গত ১২ বছর ধরে প্রত্যেকটা দিন (হাতে গোনা সব মিলিয়ে ৮-১০ দিন বাদ যেতে পারে) সে গড়ে ৮ ঘন্টা করে পড়াশুনা করে আসছে। সুতরাং তার এই ফলাফল মোটেই আকস্মিক নয়; এটা তার কঠোর অধ্যবসায়ের ফলাফল। এই মানের পড়াশুনা করে সে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছে যে পৃথিবীর যেকোন দেশে মেডিসিন বিষয়ের যেকোন পরীক্ষায় সে টপ করার যোগ্যতা রাখে।
আমি তার জীবনের উত্তোরত্তর সাফল্য কামনা করি।
আপনার মতামত দিন: