Ameen Qudir
Published:2016-11-14 04:29:19 BdST
বিশ্বসেরা কন্যার আজ ছিল জন্ম দিনপরবাসী কন্যাকে কি উপহার পাঠালেন মা জানলে চমকে যাবেন
ডা. অঞ্জলি
এই মাকে আমি চিনি। একটি মাত্র সন্তান এই ডাক্তারদম্পতির। পৃথিবীর সেরা সন্তান এই কন্যাটি। যেদিন মেয়েটি অল্প বয়েসেই বিদেশে পড়াশোনার জন্য উড়ে গেল, মা বাবা দুজনেই সুখের হাসি হেসেছিলেন। কিন্তু সেই হাসির আড়ালে ছিল হৃদয় ভাঙা কান্না। বাবার সেই থেকে গভীর মন খারাপ। ভাল হয় নি আজও।
তবুও সন্তানের কল্যানের জন্য হাসির অভিনয় করতে হয়।
সেই বিশ্বসেরা কন্যার আজ ছিল জন্ম দিন।
কি উপহার দিলেন মা প্রবাসী কন্যাকে। কি পাঠালেন। জানলে সত্যি চমকে যাবেন। এমন উপহার কোন মা সত্যি সত্যি দিতে পারে।
তার আগে আসুন পড়ে নিই মা ডা. সবিতা ই চক্রবর্ত্তীর লেখা ভালবাসা ভরা পত্রটি।
মা লিখেছেন সন্তানকে ---
" সারাটা দিন তুই ছিলি এক্কেবারে বুকের মাঝখানে! সব সময়ই থাকিস, তবু আজ যে একটা বিশেষ দিন ছিল আমাদের। একা একা জন্মদিন টা কেমন যাচ্ছে রে পাগলী! আমি আর তোর বাবা কিন্তু ভালোই ছিলাম। মাসিরা বলেছিল কেক টেক পাঠিয়ে চমকে দাও। তুই বুঝতে পেরে আগেই ঘোর আপত্তি জানালি! এই ঠিক দুপুর বারোটায় তোর ক্যামেরাটা নিয়ে বেড়িয়ে পড়ার কথা। এক্ষুনি যা পাখি, আনন্দে ভরে উঠুক তোর আগমনী দিন। শুভ বারই নভেম্বর! শুভ জন্মদিন মাগো । "
এবার আসুন উপহারের কথাটা জেনে নিই।
কি সেই উপহার।
হ্যাঁ, মা মেয়েকে পাঠিয়েছেন এই ছবিটি। কী সুন্দর কোমল নরম পাখি। তার কন্যা যে মায়ের কাছে এই পাখির মত এখনও ছোট। পাখির মত তুলতুলে। পাখির মতই উড়ো উড়ো।
সর্বশেষ জেনেছি, কন্যাটি পেয়েছে উপহার। পেয়ে গভীর আবেগাপ্লুত হয়েছে। বলেছে, তার মা পৃথিবীর সেরা মাজননৗ।
লেখক : চিকিৎসক।
আপনার মতামত দিন: