Ameen Qudir

Published:
2017-01-14 05:36:14 BdST

মোহাম্মদ হোসেন স্যার নেই : কিছু অক্ষয় স্মৃতি


 

 

 

ডা. রূপন রহমান

____________

চট্টগ্রাম মেডিকেল কলেজ-চমেকের ডাক্তার অধ্যাপক মোহাম্মদ হোসেন স্যার মৃত্যুবরন করেছেন ।

আমার মনে হয় স্যারের সাথে সব ব্যাচের প্রায় প্রতিটি ছেলের কিছু না কিছু স্মৃতি আছে । রাজনীতির সাথে জড়িত ছিলাম বলেই ওনার সাথে আমার আলাদা একটা সম্পর্ক ছিলো । একবার ইএনটির লেকচারে ওনাকে আসতে দেখে ফাঁকি দেয়ার জন্য আমি টয়লেটে ঢুকে পড়ি । কিছু সময় পরে যখন মনে হচ্ছিল তিনি চলে গেছেন । আমি টয়লেট থেকে বের হতেই তাঁর হাতে ধরা পড়ি । তিনি সরাসরি আমার হাতে ধরে লেকচার গ্যালারিতে নিয়ে গিয়ে সামনের সারিতে বসিয়ে লেকচার নিয়ে ছিলেন । এরকম আমার অনেক স্মৃতি আছে মোহাম্মদ হোসেন স্যারের সাথে । স্যার ! মৃত্যুর পর আপনি যেখানেই গেছেন আপনি ভালো থাকবেন বলেই আমার বিশ্বাস । আপনি প্রচন্ডরকম ভালো মানুষ । সৃষ্টিকর্তা আপনাকে চিরশান্তি দান করুন ।
________________________________


লেখক ডা. রূপন রহমান ।প্রবাসী চিকিৎসক। চিকিৎসক অধিকার আন্দোলন সহ জন আন্দোলন সংগ্রামের সোচ্চার মুখ। প্রাক্তন : চট্টগ্রাম মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়