Ameen Qudir

Published:
2019-08-08 07:07:12 BdST

মিস ইংল্যান্ড হলেন বাঙালি চিকিৎসক ডা. ভাষা মুখোপাধ্যায়


 

ডেস্ক
_______________________


চলতি বছরের ইংল্যান্ডের সেরা সুন্দরী প্রতিযোগীতায় শিরোপার মুকুট পড়েছেন সেদেশে বসবাসরত বাঙালি বংশোদ্ভূত তরুণী ডা. ভাষা মুখোপাধ্যায়। ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবারের এ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বিজয়ের মুকুট উঠে তার মাথায়।

পেশায় চিকিৎসক ভাষা মুখোপাধ্যায় সেরার খেতাব ছাড়াও এই প্রতিযোগিতা থেকে জিতেছেন একগুচ্ছ সম্মান।

ডাক্তারি পড়াশুনার পাশাপাশি ভাষা বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। বাঙালি পরিবারে জন্ম নেয়া ভাষা নয় বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান । মিস ইংল্যান্ড খেতাব জয়ের পর এবার বিশ্বসুন্দরীর প্রতিযোগীতায় অংশ নেবেন তিনি।

২৩ বছরের বাঙালি ভাষা ডার্বির বাসিন্দা। মেডিকেল থেকে দুটি ডিগ্রি লাভ করেছেন ভাষা। পাঁচটি ভাষায় কথা বলতে পারেন এই তরুণী। তার আইকিউ লেভেল ১৪৬, যা তাকে অফিসিয়ালি জিনিয়াসের তকমা দিয়েছে। বোস্টনের হাসপাতালে জুনিয়র চিকিৎসক হিসেব শিগগিরই চাকরি জীবন শুরু করবেন বলে জানান ভাষা।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়