Ameen Qudir
Published:2016-12-24 21:36:29 BdST
এ ছবির মাঝখানের দুটি মুখ নেই
ডা. অঞ্জলি
____________________________
ডা. গোলাম সারোয়ারের ভাইয়ের কথা এভাবে লিখতে হবে , কল্পনাও করি নাই। ভাবতেই চোখে জল আসছে। ভীষণ ভাল মানুষ ছিলেন। ঝুমুর
ভাবী ছিলেন ভারী ভাল মানুষ। নিরহংকারী শাদা মনের মানুষ।
তার কন্যা সাইরির সঙ্গে কয়েকবার দেখা হয়েছে। সেই এতটুকুন দেখেছি তাকে। সেই সাইরী নেই ভাবতেই পারছি অামি। এ কেমন অনিশ্চিত জীবন।
মাত্র কয়েক মুহুর্তে সব ওলটপালট।
যে পরিবারটি ছিল সুখের মডেল। আজ সব তছনছ।
সাইরি সম্পর্কে কিছু লিখতেই হাত কাঁপছে। শুনেছি এখনো সে নিখোঁজ।
হে ঈশ্বর , তুমি পারো না এমন মিরাকল দেখাতে যে, আমরা নিখোঁজ এর অন্তরাল ভেঙে জীবন্ত সাইরীকে পেলাম।
_________________________
ডা. অঞ্জলি , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
____________________
গত শুক্রবার ভোলা বরিশাল রুটে এক স্পিডবোট দুর্ঘটনায় দূর্ভাগ্যজনক ভাবে নদীতে ডুবে মারা গেছেন আমাদের অত্যন্ত প্রিয় শের ই বাংলা মেডিকেল কলেজের পনের তম ব্যাচের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ গোলাম সরোয়ারের স্ত্রী । কন্যাটি এখনো নিখোজ রয়েছে। শুক্রবার ভোলা থেকে বরিশাল ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি স্পিডবোটের ধাক্কায় নদীতে পড়ে মারা যান এ দু জন।
ডাঃ সরোয়ার বর্তমানে বরিশাল মেডিকেল কলেজের সি সি ইউতে চিকিৎসাধীন আছেন।ডাঃ গোলাম সরোয়ার ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক।
অন্য যাত্রী ডাঃপ্রদীপ বনিক আহত হয়ে বরিশাল ফেয়ার হেলথ ক্লিনিকে ভর্তি আছেন।
এ ঘটনায় সর্বস্তরের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি ডাঃ আব্দুল গনি মোল্লা এক বার্তায় এ ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।
তিনি পনেরতম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করতে বরিশাল আসতেছিলেন।
তথ্য :ডা. শিরিন সাবিহা তন্বী ।
_________________________________
আপনার মতামত দিন: