Ameen Qudir

Published:
2019-01-11 07:37:00 BdST

শুভাশিসডা. তাহসিনা আফরিন পররাষ্ট্র মন্ত্রকের হয়ে স্পেনে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব


 


ডেস্ক
______________________

ডা. তাহসিনা আফরিন চট্টগ্রাম মেডিকেলের মেধাবী মুখ। কৃতিত্বের সাথে এমবিবিএস করার পর যোগ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রকে। সেখানেও দেখিয়েছেন অনন্য কর্মদক্ষতা , সাফল্য ও নৈপূণ্য। তিনি সিএমসি, ৪৬ । তিনি যেমন সদালাপী সজ্জন তরুণ কূটনীতিবিদ এবং অতি অবশ্য লোকসেবী চিকিৎসকও। কূটনীতির বিশ্ব ভ্রমণে তিনি চিকিৎসা বিদ্যা, সিএমসি সতীর্থ ও জ্যেষ্ঠদের প্রতি ভালবাসা শ্রদ্ধা প্রকাশেও অকৃপণ। শুভাশিস প্রার্থনা করেছেন সকলের বিনম্র উচ্চারণে।

এক আবেগঘন বার্তায় তিনি জানান,
"পররাষ্ট্র মন্ত্রণালয় হতে অতি সম্প্রতি বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদ, স্পেন-এ দ্বিতীয় সচিব পদে নিযুক্ত হয়েছি। যোগদানের পর সরকার বাহাদুর হতে সীমিত হলেও সুবিধাজনক পরিসরের আবাসন এবং বাহন সুবিধা প্রাপ্ত হয়েছি। ভাগ্য অনুকূল থাকলে কমপক্ষে আগামী তিন বছর মাদ্রিদে অবস্থান করছি।

... অসাধারণ সুন্দর দেশ স্পেনে ব্যক্তিগত ভ্রমণ বা মেডিকেল কনফারেন্স সহ বিভিন্ন কাজে আগমনেচ্ছুক চমেক - এর সম্মানিত অগ্রজ, প্রিয় সহপাঠী এবং স্নেহের অনুজদের প্রতি বিনীত নিমন্ত্রন রইলো। শুভাশিস প্রার্থনায় - ।
.
ডা. তাহসিনা আফরিন
সিএমসি, ৪৬ এমবিবিএস,
২০০৩-২০০৪। "

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়